দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মাজারে ফুল-চাদর, মাদলের তালে নাচ, তৃণমূল প্রার্থী জুনের ‘পা ধুইয়ে দিলেন’ আদিবাসীরা

March 24, 2021 | < 1 min read

ভোটের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া (June Malia)। লাল পেড়ে সাদা শাড়ি পরে মন্দিরে পুজো দিচ্ছেন। কখনও বা মাজারে গিয়ে ফুল-চাদর চড়াচ্ছেন। আবার কখনও বা মাথায় ঘোমটা টেনে ধামসা মাদলের তালে নাচ করতে দেখা যাচ্ছে জুনকে। সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে সম্প্রীতির যে নজির গড়লেন তারকা প্রার্থী ,তাতে মুগ্ধ স্থানীয় মানুষরা। জুনের এমন আচরণ দেখে আপ্লুত হয়ে আদিবাসী মহিলারা পা ধুইয়ে দিলেন তাঁর।

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন  (West Bengal Assembly Election 2021) । প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর থেকে ঘাসফুল শিবিরের তরফে আদা-জল খেয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন তারকারা। আসানসোলে সায়নী ঘোষ, কৃষ্ণনগরে কৌশানী মুখোপাধ্যায়, বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা যখন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানে ঝড় তুলেছেন, তখন সেই তালিকা থেকে বাদ গেলেন না মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়াও। কারণ, প্রতিপক্ষও হেভিওয়েট। স্থানীয় বিজেপি (BJP) নেতা সমিত দাস। এলাকায় সংগঠক হিসেবে যাঁর বেজায় সুনাম রয়েছে। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মমতার অন্যতম একনিষ্ঠ সৈনিক জুন।

এদিন স্থানীয়দের বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট প্রচার করলেন জুন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে গিয়ে মমতা সরকারের প্রকল্পের কথা বললেন। গ্রাম বাংলার মা-বোনেদের কাছেও করজোড়ে ভোটপ্রার্থনা করতে দেখা গেল তাঁকে। তাঁদের সুবিধে-অসুবিধের কথা শুনলেন। সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আদিবাসী এলাকায় ভোটপ্রচার করতে গিয়েছিলেন জুন মালিয়া। শিলের উপর অভিনেত্রীর পা রেখে তাতে তেল মাখিয়ে ধুইয়ে দিতে দেখা গেল এক আদিবাসী মহিলাকে। সেখানেই চোখে পড়ল তৃণমূলের তারকা প্রার্থীকে ঘিরে আদিবাসী মহিলাদের উচ্ছ্বাস ও যত্ন-আত্তি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Assembly Election 2021, #june malia

আরো দেখুন