প্রচারে এসে সরকারি গাড়ি ব্যবহার করছে বিজেপি নেতারা, কমিশনে অভিযোগ তৃণমূলের
ফের নির্বাচন কমিশনের(ECI) দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী বিধি লঙ্ঘন করছে বিজেপি(BJP) নেতারা। এমনই বেশ কিছু অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন(Derek O Brien)। সাংসদ চিঠিতে বেশ কয়েকটি অভিযোগ করেন এবং বিষয়গুলিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের আর্জি জানান।
ডেরেকের অভিযোগ, কেন্দ্র এবং রাজ্য সরকার দুই-ই নির্বাচনী বিধির আওতায় পড়ে। রাজ্য সরকার মেনে চললেও, কেন্দ্র বার বার সেই বিধি লঙ্ঘন করছে। নিজেদের ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বার বার তৃণমূলের নেতাদের বিব্রত করা হচ্ছে। কখনও কোনও নেতাকে শমন পাঠাচ্ছে, তো কখনও অন্য কাউকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে।
তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি আরও অনেক কেন্দ্রীয় মন্ত্রী, যেমন অমিত শাহ, স্মৃতি ইরানী, এমনকি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথরা হলেন বিজেপির তারকা প্রচারক। এনারা বাংলায় ভোট প্রচারে এসে প্রচারের কাজে বিভিন্ন সরকারি সম্পত্তি (যেমন কোন সরকারি অফিস বা সরকারি গাড়ি) অন্যায়ভাবে ব্যবহার করছেন।
এছাড়াও তৃণমূলের অভিযোগ, উত্তর প্রদেশ থেকে রাজ্য পুলিশ আনা হয়েছে বাংলার নির্বাচন পরিচালনার জন্যে। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্য ছাড়া অন্য যে কোনও রাজ্যের পুলিশে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু উত্তর প্রদেশ যেহেতু বিজেপি শাসিত রাজ্য তাই সেখানকার পুলিশও বিজেপির হয়েই কাজ করবে। পক্ষপাতিত্বের সম্ভবনা থেকে যাচ্ছে। নির্বাচন তার নিরপেক্ষতা হারাবে।
তাই নির্বাচনকে নিরপেক্ষ করতে এই বিষয়গুলিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।