দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপির বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর পোস্টারে ছয়লাপ বিষ্ণুপুর

March 25, 2021 | 2 min read

বিজেপির বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর পোস্টারে ছেয়ে গেল বিষ্ণুপুর (Bishnupur) শহর। যা নিয়ে বুধবার শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন সকাল হতেই দেখা যায়, শহরের বিভিন্ন মোড়ে ও প্রধান রাস্তা গ্যাস সিলিন্ডার প্রতীক দেওয়া পোস্টারে ছেয়ে গিয়েছে। তাতে নির্দল প্রার্থী বৈদ্যনাথ রায়কে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। প্রাক্তন বায়ুসেনা কর্মী বৈদ্যনাথবাবু বিজেপির বিষ্ণুপুর নগর মণ্ডলের সম্পাদক ছিলেন। কিন্তু, বিজেপির প্রার্থী নির্বাচনের পদ্ধতি আদর্শের সঙ্গে মানায় না। এই অভিযোগে তিনি নির্দল হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁকে তলায় তলায় সমর্থন করছেন দলেরই একাংশ। যা চিন্তা বাড়িয়েছে গেরুয়া শিবিরের।

উল্লেখ্য, তৃণমূল (Trinamool) থেকে আসার ২৪ ঘণ্টার মধ্যে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করে তন্ময় ঘোষকে। যা দলের আদি কর্মীদের অনেকেই মেনে নিতে পারেননি। তাঁদের দাবি, এভাবে তৃণমূল পার্টি থেকে হাইজ্যাক করার ফলে বিজেপির আদর্শ ভুলণ্ঠিত হচ্ছে। আদি কর্মীরা আর কোনওদিনই জায়গা পাবে না। তাই বিজেপির রাজ্য নেতৃত্বকে শিক্ষা দিতে তাঁরা জোট বেঁধেছেন। প্রকাশ্যে না এলেও গ্রুপ মিটিং করে নিজেদের মধ্যে হোয়াটস অ্যাপ কলে কথা বলে তাঁরা জোট বাঁধছেন। যদিও বিজেপির নেতারা নির্দল প্রার্থীকে মোটেই আমল দিতে চান না।

বিজেপির (BJP) বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক নীরজ কুমার বলেন, প্রার্থী নির্বাচন নিয়ে দলের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য।

বৈদনাথবাবুর সঙ্গে বর্তমানে দলের কোনও সম্পর্ক নেই। তাই বিজেপির কোনও কর্মী ওঁর সঙ্গে নেই। বিজেপি কর্মী ও সমর্থকরা নরেন্দ্র মোদি ও পদ্মফুল চিহ্নকে দেখে ভোট দেবেন। নির্দল প্রার্থীকে নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।

বৈদনাথবাবু বলেন, আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নীতি ও আদর্শ মেনে বিজেপিতে যোগদান করেছিলাম। কিন্তু, বিষ্ণুপুরে দলের প্রার্থী নির্বাচন নিয়ে যেভাবে ছেলেখেলা করা হয়েছে, সেটা বিজেপির আদর্শের পরিপন্থী। এত বছর ধরে বায়ুসেনার প্রাক্তন কর্মী হিসেবে দেশের সেবা করে এসেছি। এখন অন্যায়ের সঙ্গে আপস করতে দ্বিধাবোধ হচ্ছে। তাই প্রতিবাদ জানাতে নির্দল হিসেবে লড়াই করছি। শহরের পাশাপাশি গ্রামেও ভালো সাড়া পাচ্ছি।

প্রচারের জন্য বৈদ্যনাথবাবু হ্যান্ড মাইক ব্যবহার করছেন। শহর ও গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায় তা নিয়ে একাই প্রচারে বেরচ্ছেন। এক হাতে গদা ও অন্য হাতে নির্বাচনের প্রতীক গ্যাস সিলিন্ডারের ছবি সম্বলিত ফ্লেক্স গোটা বিধানসভা কেন্দ্র এলাকায় মোড়ে মোড়ে লাগিয়েছেন। এপর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, বুধবার সকালে ঘুম ভাঙতেই শহরবাসী দেখেন, চারদিকের দেওয়াল বৈদ্যনাথবাবুর সমর্থনে পোস্টারে ছেয়ে গিয়েছে।শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র স্ট্যাচু থেকে শুরু করে কলেজ রোড, চকবাজার, মটুকগঞ্জ, বোলতলা, গোপালগঞ্জ, রসিকগঞ্জ, স্টেশন রোড, ময়রাপুকুর প্রভৃতি এলাকায় নির্দল প্রার্থীর পোস্টার দেখে শহরবাসী রীতিমতো থ বনে যায়। পোস্টারে উপরের দিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি এবং সর্বভারতীয় জনসঙ্ঘ সমর্থিত নির্দল প্রার্থী লেখা রয়েছে। নীচের দিকে প্রার্থীর ছবি দেওয়া রয়েছে। কিন্তু, ৫৬বছর বয়সি বৈদ্যনাথবাবুর পক্ষে একা এত পোস্টার সাঁটানো চাট্টিখানি কথা নয়। তাই বিজেপির একাংশ তলায় তলায় বৈদ্যনাথবাবুকে সমর্থন করছেন বলে শহরে গুঞ্জন ছড়ায়।  এই পোস্টারে ছেয়ে গিয়েছে বিষ্ণুপুর।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Assembly Elections 2021, #Bishnupur

আরো দেখুন