রাজ্য বিভাগে ফিরে যান

মুক্তি পেল ফাইটার দিদির দ্বিতীয় পর্ব – এবারে জঙ্গলমহল

March 26, 2021 | < 1 min read

আগামীকালই শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (WestBengalElections2021)। প্রতিদলই এবার নির্বাচনে অভিনবভাবে প্রচার করার চেষ্টা করছে। সেই দলে পিছিয়ে নেই শাসকদল তৃণমূল কংগ্রেসও। বিধানসভা নির্বাচনে নজিরবিহীন প্রচার শুরু করেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় অভিনব কার্টুন ভিডিওর মাধ্যমে প্রচারের আলোয় এসেছে তারা। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়া ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ফাইটার দিদি’।

ফাইটার দিদির প্রথম পর্ব ছিল নন্দীগ্রাম নিয়ে। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিপক্ষ তাঁরই একদা ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী। ভিডিওটিতে দেখা গেছে, শুভেন্দু অধিকারী সহ দুই বিজেপি নেতার বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা।

এবার মুক্তি পেল ফাইটার দিদির(Fighter Didi) দ্বিতীয় পর্ব। এবার টার্গেট জঙ্গলমহল(JangalMahal)। সদ্য মুক্তি পাওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে জঙ্গলমহলে বাচ্চারা ফুটবল খেলছে। হঠাতই একটি বুলডোজার জঙ্গল ভাঙতে ভাঙতে ঢোকে। বাচ্চারা বহিরাগত বলে চিৎকার করতে থাকে। তারপর আসেন অমিত শাহ, দিলীপ ঘোষ এবং এক শিল্পপতি। বলেন আদিবাসীদের জমি দখল করব। আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। তাঁদের উদ্ধারে ভাঙা পায়ে এসে উপস্থিত হন ফাইটার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

বোঝাই যাচ্ছে, তৃণমূলের তরফে বার্তা স্পষ্ট: আদিবাসীদের অধিকার হরণ করতে চায় বিজেপি, আর রক্ষাকর্ত্রী স্বয়ং মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #fighter Didi

আরো দেখুন