সামনাসামনি লড়াই কর, গুন্ডা নিয়ে নয়, চন্দ্রকোনায় তোপ মমতার
আগামীকাল বাংলায় প্রথম দফার নির্বাচন। প্রথম দফার নির্বাচনী প্রচার শেষ। দ্বিতীয় দফার প্রচারের বাকি আর পাঁচ দিন। এরই মধ্যে জেলায় জেলায় প্রচারের ঝড় তুলেছেন মমতা। ভাঙা পায়ে কলকাতায় পদযাত্রা দিয়ে শুরু। এরপর ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় তাঁর জনসভায় দেখা যায় জনপ্লাবন।
আজ পশ্চিম মেদিনীপুর জেলায় মমতার জনসভা। দাসপুর, চন্দ্রকোনা এবং ডেবরা বিধানসভায়। একটা বার্তা নিয়েই মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন মমতা – ভাঙা পায়েই খেলা হবে।
লাইভ আপডেট
০১ঃ৪৮ঃ খাল কেটে কুমির আনবেন না। মনে রাখবেন একজন রিক্সাওয়ালার ভোটের যা দাম আদানি আম্বানিদেরও একই ভোটের দাম।
০১ঃ৪৭ঃ ওরা টাকা নিয়ে এলে বলবেন, আমাদের টাকা দাও যে ১৫ লক্ষ টাকা করে দাওনি। ওই টাকা নিয়ে বলবেন তোদের খরচা করে দিলাম যা। আর কখনো টাকা দিয়ে ভোট কিনতে আসবি না।
০১ঃ৪৫ঃ তপশিলী ভাইবোনেদের বলি আপনাদের মধ্যেও গদ্দার আছে। সিপিএম, কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে। বলছে সংখ্যালঘু ভোট কাটবে। জিজ্ঞেস করুন কতো টাকা নিয়েছে বিজেপির থেকে?
০১ঃ৪৩ঃ হরে কৃষ্ণ হরি হরি আমরা সবার ভালো করি। হরে কৃষ্ণ হরি হরি মোদীদের আমরা পরাস্ত করি। হরে কৃষ্ণ হরি হরি বিজেপির মাঠ খালি করি। হরে কৃষ্ণ হরি হরি গুন্ডা, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ি।
০১ঃ৪০ঃ দাড়ি থাকলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে। ওরা বলে হরে কৃষ্ণ হরি হরি নোট বন্দি চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি লকডাউনে চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি সবাইকে দাঙ্গা করে মারি। হরে কৃষ্ণ হরি হরি এনপিআর করি।
০১ঃ৩৯ঃ আমরা ক্ষমতায় এলে মোদীকে ঘাটাল মাস্টার প্ল্যান করতে হবে। দরকার হলে আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে ধর্না দেব। আমরা এলে রাস্তা হবে, কলেজ বিশ্ববিদ্যালয় সব হবে। টাকা দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই।
০১ঃ৩৭ঃ আপনারা আমাদের ভোট দিয়ে জেতালে রেশন আমরা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেব। ছাত্রদের ট্যাব কেনার জন্যে ১০ হাজার টাকা করে দিচ্ছি। কৃষকদের ৬০০০ টাকা বাড়িয়ে এরপরে ১০,০০০ টাকা করে দিচ্ছি। মা-বোনেদের হাতে ৫০০ টাকা করে মাসে দেব। এসসি, এসটি হলে তা ১০০০। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অল্প সুদে ১০,০০০০ টাকা লোন দেব।
০১ঃ৩৬ঃ এসে বলে ‘সুনার বাংলা’ তৈরি করব। সোনার বাংলা কথাটাও উচ্চারণ করতে প্যাঁরে না। যারা বিদ্যাসাগর, ক্ষুদিরামের মূর্তি ভাঙে তারা বাংলাকে ভালোবাসে না।
০১ঃ৩৫ঃ আমি কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্যসাথী সব করেছি।
০১ঃ৩৪ঃ ওরা তিলক কাটে, নিজেদের হিন্দু দেখায়। আমিও হিন্দু ব্রাহ্মণ। আমি সবাইকে সমান চোখে দেখি।
০১ঃ৩৩ঃ ওরা গরীবের বাড়িতে খায় না। ছবি তুলে দেখায় খাচ্ছে, কিন্তু ফাইভস্টার হোটেল থেকে খাবার আনিয়ে খায়। আমি সবার হাতে খাই।
০১ঃ৩২ঃ রেল, ভেল সব সরকারি সপত্তি বেঁচে দিচ্ছে। বলছে সপ্তম বেতন কমিশন হবে। ত্রিপুরায় করেছে? বিজেপিকে জিজ্ঞেস করতে চাই যখন ওরা শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙে আপনাদের লজ্জা করে না!
০১ঃ৩১ঃ এরা বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে। দিয়েছে? রান্নার গ্যাস এখন ১০০০ টাকা এরপরে ২০০০ টাকা হবে। আমি বিনে পয়সায় চাল দেব তা আপনাদের ফোটাতে হবে ২০০০ টাকার গ্যাসে।
০১ঃ৩০ঃ এরা ভয় দেখাতে কফি হাউজে চলে যাচ্ছে। এরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গেছিল। শিল্পী সাহিত্যিকদের তাড়িয়ে দিয়েছে।
০১ঃ২৯ঃ আমাকে তো মারল। আমি নিজের পা দিয়ে হাঁটতে পারছি না। মা বোনেদের পা ধরে আসছে।
০১ঃ২৮ঃ তোমাদের ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই কর। গুন্ডা নিয়ে কেন আসছ?
০১ঃ২৭ঃ কাল কন্টাইতে ৩০ জন বন্দুক হাতে ধরা পড়েছে।