রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি প্রার্থীদের নামে সর্বাধিক ফৌজদারি মামলা

March 27, 2021 | 2 min read

তৃতীয় দফার ভোটেও সবথেকে বেশি ফৌজদারি মামলা রয়েছে বিজেপি (BJP) প্রার্থীদের বিরুদ্ধে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ (WB Election Watch) শুক্রবার তৃতীয় দফার ভোটের প্রার্থীদের সম্পর্কিত রিপোর্টটি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, তৃতীয় বিজেপির ৩১ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সেখানে তৃণমূলের সমসংখ্যক প্রার্থীর মধ্যে ১১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। সিপিএমের ১৩ জনের মধ্যে ৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামালা আছে। সব মিলিয়ে এই দফায় ২০৫ জন প্রার্থীর মধ্যে ফৌজদারি মামলা চলছে ৫৩ জনের বিরুদ্ধে (২৬ শতাংশ)। এর মধ্যে ৩ জনের বিরুদ্ধে খুনের, ১৬ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার ও ৯ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। তৃতীয় দফায় ৮টি কেন্দ্রকে ‘লাল দাগ’ দিয়েছে সংস্থা। কারণ এই কেন্দ্রগুলিতে ৩ বা তার বেশি সংখ্যক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

 
প্রথম দু’টি দফার ভোটেও অন্য দলগুলির তুলনায় বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার নিরিখে বিজেপি অন্য দলগুলির তুলনায় এগিয়ে ছিল। দ্বিতীয় দফায় ৩০ জন বিজেপি প্রার্থীর মধ্যে ১৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। তৃণমূলের সমসংখ্যক প্রার্থীর মধ্যে এই সংখ্যা মাত্র ৫। প্রথম দফার ভোটে ২৯ জন বিজেপি প্রার্থীর মধ্যে ফৌজদারি মামলা আছে ১২ জনের বিরুদ্ধে। তৃণমূলের ২৯ জনের বিরুদ্ধে এই সংখ্যা ১২। 
প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে মনোনয়নপত্র পেশের সময় হলফনামা দিয়ে প্রার্থীকে তা জানাতে হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এখন প্রার্থীকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও এই তথ্য জানাতে হয়। কেন ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে প্রার্থী করা হল সেটা সংশ্লিষ্ট দলকে লিখিতভাবে জানাতে হয় নির্বাচন কমিশনকে। ভোটে জেতার সম্ভাবনা থাকার জন্য বা মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এইসব যুক্তি রাজনৈতিক দলগুলি দিতে পারে না। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের ভোটে রাজনৈতিক দলগুলির ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মনোনয়ন না কমায় উদ্বেগ প্রকাশ করেছে ইলেকশন ওয়াচ।


হলফনামায় প্রার্থীদের সম্পদ ও আয়ের হিসেব দিতে হয়। তার ভিত্তিতে ইলেকশন ওয়াচের রিপোর্ট থেকে জানা গিয়েছে, আগের দুই দফার ভোটে প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি সম্পদের অধিকারী ছিলেন বিজেপি প্রার্থীরা। তৃতীয় দফার ভোটে সবথেকে সম্পদশালী একজন নির্দল প্রার্থী। রিপোর্টে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের নির্দল প্রার্থী সামসুল হুদার  স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৪৩ কোটি টাকার কিছু বেশি। এখনও পর্যন্ত তিন দফার ভোটে সবথেকে ধনী প্রার্থী তিনি। তৃতীয় দফার ভোটে সম্পদের নিরিখে দ্বিতীয় স্থানে আছেন বিজেপির তারকেশ্বরের প্রার্থী স্বপন দাশগুপ্ত। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল। তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৭ লক্ষ টাকা। তৃতীয় দফার ২০৫ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন কোটিপতি।  তৃণমূলের ১৭, বিজেপির ৮, এবং কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, সিপিএমের একজন করে কোটিপতি প্রার্থী আছেন। আবার তৃতীয় দফায় দলীয় প্রার্থীদের মধ্যে হাওড়ার উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরণ বেরার সম্পদ মাত্র ১৫৫৩ টাকার। তৃতীয় দফার ভোটে সবথেকে ‘গরিব’ প্রার্থী তিনি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন