ভোট শেষের পরেও বুথে বিজেপি কর্মী, কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা প্রশ্নের মুখে
বার বার কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আজ ভোট শেষ হওয়ার পরেও তৃণমূল বিজেপি অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম স্কুলের ভোট কেন্দ্র।
তৃণমূল (Trinamool) সমর্থকদের দাবি, ভোট শেষ হওয়ার পরে, ইভিএম মেশিন সিল করার সময় হঠাতই ভোট কক্ষে ঢুকে পড়ে দুই বিজেপি (BJP) সমর্থক। কেন্দ্রীয় বাহিনী তাদের আটকানোর বিন্দু মাত্র চেষ্টাও করেনি। তারপর সাংবাদিকদের ডেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললে বুথ থেকে সরানো হয় ওই দুই বিজেপি কর্মীকে।
ওই দুই বিজেপি কর্মী এই বিষয়ে বলেছেন, ইভিএম ঠিক আছে কি না তা তদারকি করতেই নাকি ওইখানে গিয়েছিলেন তারা।
এখন প্রশ্ন উঠছে ইভিএম মেশিনের মতো এতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কি করে উদাসীন থাকতে পারে কেন্দ্রীয় পুলিশ! কেন বাঁধা দেওয়া হল না ওই দুই বিজেপি কর্মীকে? তাহলে কি বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগকেই সত্যি প্রমাণিত করছেন তারা?