দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে মমতার জনসভা – লাইভ আপডেট

March 27, 2021 | 3 min read

রাজ্যজুড়ে চলছে প্রথম দফার নির্বাচন। জেলায় জেলায় ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ। এরই মধ্যে চলছে দ্বিতীয় দফার প্রচার। বাকি আর কয়েকটা দিন। ইতিমধ্যেই জেলায় জেলায় প্রচারের ঝড় তুলেছেন মমতা। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় তাঁর জনসভায় দেখা যায় জনপ্লাবন। 

আজ পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় মমতার জনসভা। বেলদা, পিংলা, খড়্গপুর সদর এবং মধ্য হাওড়া বিধানসভায়। একটা বার্তা নিয়েই মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন মমতা – ভাঙা পায়েই খেলা হবে।

লাইভ আপডেট

৪ঃ২২ঃ যখন কেউ গুন্ডামি করতে আসবে তখন হাতা খুন্তি নিয়ে তেড়ে গিয়ে বলবেন বিজেপি চাই না।  ওদের বলুন বিশ্বাসঘাতক, মীরজাফরের দল। লজ্জা করে না! আর কত চাই? 

৪ঃ২১ঃ ওরা টাকা দিলে নিয়ে ওদের ভোকাট্টা করে দিন, জোড়াফুলে ভোট দিয়ে। একটা করে ফেজ আসবে আর ওরা ধপাস হবে। দিল্লি থেকে এলো গাই সাথে নিয়ে পুলিশ ভাই। 

৪ঃ২০ঃ লোকসভায় যে আসনগুলো জিতেছিল সকাল থেকে সেগুলো ভোকাট্টা হয়ে গেছে।

৪ঃ১৮ঃ আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন মানুষের কাজ করি। ওরা বলে হরে কৃষ্ণ হরি হরি, এসো পিছনে ডাকাতি করি।  ওরা বলে হরে কৃষ্ণ হরি হরি, রেল ভেল সেল বিক্রি করি। ওরা বলে হরে কৃষ্ণ হরি হরি, এসো দাঙ্গা করি। গুজরাটের দাঙ্গা ভুলে যাবেন না।

৪ঃ১৭ঃ মা-বোনেরা আমার হয়ে কাজ করুন। এখানে থাকা বিহারীদের বহিরাগত বলছি না। ইউপি থেকে ৩০০ জন গুন্ডাকে বন্দুক হাতে পাঠিয়েছে। আমরা ৩০ জনকে ধরেছি।

৪ঃ১৬ঃ আমরা ১০ লক্ষ মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী করব। ২৫ হাজার কোটি টাকার ঋণ দেব ব্যবসার জন্যে।

০৪ঃ১৪ঃ ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা করে কম সুদে ঋণ দেব। মা বোনেদের ৫০০ টাকা করে দেব। এসসি, এসটিদের ১০০০ টাকা করে দেব, বিধবা ভাতা দেব ১০০০ টাকা করে।

০৪ঃ১৩ঃ আমরা এবার এলে আপনাদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব। দুয়ারে সরকার আপনার দুয়ারে বছরে চার বার আসবে। অনেককিছু অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ করে দিয়েছি।

০৪ঃ১২ঃ আম্পানে ভয়ঙ্কর দিন গেছে। সব বাড়ি ঘর ভেঙে গেছে। নরেন্দ্র মোদী বলল ১০০০ কোটি টাকা আগাম দেব। আমাদের টাকাই আমাদের দেবে। মাছের তেলে মাছ ভাজা। এক পয়সাও দেয়নি।

০৪ঃ১১ঃ আমি কিন্তু কখনো বলিনি বিনে পয়সায় চাল দেব, ট্যাব দেব। পরে দেখেছি অনলাইনে ট্যাব ছাড়া ছেলে মেয়ে কি করে পড়বে? তাই করে দিয়েছি।

০৪ঃ১০ঃ মোদী বাবু আপনি কি করেছেন? এক টাকা দিয়েছে কাউকে? তাহলে ১৫ লাখ জিরো, বেটি বাঁচাও বেটি পড়াও জিরো।

০৪ঃ০৯ঃ কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, ১২ ক্লাসের ছাত্রদের ট্যাব, জন্ম থেকে মৃত্যু সব প্রকল্প করে দিয়েছি।

৪ঃ০৮ঃ আমাকে ডাক্তার বলেছিল না বেরোতে। আমার না হয় একটা পা, মা বোনেদের দুটো পা, তাদের পায়েই চলব আমি।

৪ঃ০৭ঃ আমরা যদি পারি তোমরা পারবে না কেন? বাংলাদেশে এখন গিয়ে প্রধানমন্ত্রী ভোট ভিক্ষে করছেন? ফিরদোসের ভিসা ক্যান্সেল করে দিয়েছিল আমাদের মিছিলে শুভ কামনা জানিয়েছিল বলে। তাহলে প্রধানমন্ত্রীর পাসপোর্ট ক্যান্সেল কেন হবে না?

৪ঃ০৬ঃ ৩১ টাকায় চাল কিনে আমি বিনে পয়সায় দিচ্ছি। আর সেটাকে ফোটাতে হবে ২০০০ টাকার গ্যাসে।

৪ঃ০৫ঃ নরেন্দ্র মোদী বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেবে। পেয়েছেন কেউ? গ্যাসের দাম কমাবে বলেছিল। কমিয়েছে? ৯০০ টাকা করেদিয়েছে গ্যাসের দাম।

৪ঃ০৪ঃ ছট পুজো থেকে সব মনীষীদের জন্মদিনে ছুটি দিয়েছি।

৪ঃ০২ঃ সিলিকন ভ্যালি, মাদার ওয়াক্স মিউজিয়াম, ইকো পার্ক সব তৈরি হয়েছে। পুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে দিয়েছি।

৪ঃ০১ঃ জরি শিল্প, গয়না শিল্পে আড়াই লক্ষ কর্ম সংস্থান হবে হাওড়ায়। চামড়া শিল্প এখন তামিলনাড়ু,কানপুর থেকে বাংলায় চলে এসেছে। বানতলায় ৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে চামড়া শিল্পে।

৩ঃ৫৯ঃ ১৫ টি শিল্প তালুক চালু হয়েছে এখানে। এখানে অ্যামাজন লজিস্টিক হাব তৈরি হচ্ছে। ২০০০ কোটি টাকা তারা বিনিয়োগ করছে।

৩ঃ৫৭ঃ এই রাজ্যে ২৭২ টি আইটিআই, ১৭৬ টি পলিটেকনিক করা হয়েছে। হাওড়ায় ২৮,০০০ -এর বেশি শিল্প কারখানা রয়েছে। রাজ্যের ৪০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প হাওড়ায় হয়েছে।

৩ঃ৫৬ঃ হাওড়া জেলায় সাড়ে তিন লক্ষ লোকের কাজের পরিকল্পনা আছে। প্রতি ব্লকে ব্লকে আমরা ইংরাজি মিডিয়াম করব।

৩ঃ৫৪ অ্যামাজন, ফ্লিপকার্ট মিলিয়ে ২০,০০০ জনের কাজ হবে। ভবিষ্যতে আরো লজিস্টিক কোম্পানি আসবে। বহুরকম কর্মসংস্থান হবে। ডোমজুরে আইটি পার্ক চালু হয়েছে। ৯ বছরে ২১ হাজার কোটি টাকা ক্ষুদ্র কুটির শিল্পের জন্যে হাওড়াকে দেওয়া হয়েছে। ১ লক্ষ ৬৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ৩,৭০০ কোটি টাকার স্থায়ী পুঁজি তৈরি হয়েছে।

৩ঃ৫২ঃ হাওড়ায় বিশ্ববিদ্যালয় হয়েছে। ডুমুরজোলায় হেলিপ্যাড, ইন্ডোর স্টেডিয়াম করেছি। ডুমুরজোলায় খেলশহর করছি। এখানে অ্যাকাডেমি হবে, হোটেল হবে, দোকান হবে, ব্যবসা হবে।

৩ঃ৫১ঃ প্রথমবার যখন ম্যানিফেস্টো করেছিলাম। অমিতদাকে বলেছিলাম আমাকে দিয়ে যে ৫০ হাজার পুকুর কাটার কথা লিখিয়ে নিলেন পারব তো? অমিত দা বলেছিলেন পারবেন। সাড়ে তিন লক্ষ পুকুর কেটেছি।

৩ঃ ৫০ঃ আট বছর সময় পেয়েছি। তার মধ্যে দু’বছর আবার নির্বাচন লড়তেই চলে গেছে। কাজের সময় পেয়েছি ৫-৬ বছর। আমরা বলেছি কিন্তু হয়নি এমন কাজ আছে?

৩ঃ৪৮ঃ একদিকে কলকাতা আরেকদিকে হাওড়া জেলা। এপারেও আছি, ওপারেও আছি। মাঝে দ্বিতীয় হুগলি সেতু।

৩ঃ ৪৭ঃ হাওড়া জেলা একটা পরিবারের মতো। গ্রামীন এবং শহর মিলিয়ে। হাওড়ায় পশ্চিমবঙ্গের কার্যালয় নবান্ন অবস্থিত। তাই আপনারা গর্বিত।

৩ঃ ৪৬ঃ আমি ওর বাবাকে চিনতাম সম্মান করি। ভেবেছিলাম ও ভালোভাবে কাজ করবে। যা অকাজ করেছে তার তুলনা নেই। প্রায় দু’তিন হাজার ছেলেমেয়েকে আমি করে দিলাম বলে ওদের চাকরি হল। কোন কাজ করেনি। কেস চলছে।

৩ঃ ৪৫ঃ বিজেপির হয়ে যে দাঁড়িয়েছে এখানে, তাঁর জন্যে আমরা লজ্জিত। যা যা কাজ করে গেছে তার জন্য আগামীদিনেও আমাদের লজ্জা পেতে হবে।

৩ঃ৪৪ঃ মনোজ তিওয়ারিকে আমি একটি কারণেই দাঁড় করিয়েছি। আমাদের খেলাধুলোর লোক চাই।

৩ঃ৪৩ঃ আগামীকাল দোল যাত্রায় সবাই শান্তিতে দোল খেলবেন। বিজেপির প্ররোচনায় কান দেবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Election 2021, #Trinamool Congress, #Howrah Dumurjala Stadium, #‬ ‪‎Mamata Banerjee

আরো দেখুন