খড়্গপুরে বিজেপির সমর্থনে রেল, অভিযোগ তৃণমূল প্রার্থীর
খড়্গপুর রেল কর্তৃপক্ষ বিজেপিকে (BJP) সমর্থন করার জন্য কর্মীদের চাপ দিচ্ছে। তাঁদের বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি রেলকর্মীরা রেলওয়ে বস্তিতে বসবাসকারীদের নানাভাবে ভয় দেখাচ্ছে। বলা হচ্ছে বিজেপি যদি নির্বাচনে লিড না পায়, তাদের রেলের জমি থেকে উচ্ছেদ করা হবে। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার (Pradip Sarkar) এই অভিযোগ তুলেছেন। তিনি শুক্রবার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দেন। চিঠিতে প্রদীপবাবু লিখেছেন, নানা সূত্র থেকে এই খবর তিনি জানতে পেরেছেন। তাঁর আরও অভিযোগ, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী খড়্গপুর (Kharagpur) থেকে ঘুরে যাওয়ার পর এরকম শুরু হয়েছে। চিঠিতে তিনি আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। খড়্গপুর রেলের জনসংযোগ আধিকারিক তথা সিনিয়ার ডিসিএম আদিত্য চৌধুরী বলেন, উনি কী অভিযোগ করছেন জানি না। রেল নির্বাচন বিধি মেনে সব কাজ করে। সেই মতোই কাজ করা হচ্ছে।