বিজ্ঞাপনে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের অপমান করে সমালোচিত বিজেপি
ফের সমালোচনার শিরনামে বিজেপি(BJP)। ডাক্তার(Doctor), স্বাস্থ্যকর্মীদের(Health Workers) অপমানের অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। সেই ডাক্তার, স্বাস্থ্যকর্মী যারা মহামারীর সময় নিজেদের জীবনের পরোয়া না করে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন। দেশের জন্যে দেশের মানুষের জন্যে প্রাণপাত করছেন যারা।
সম্প্রতি একটি নির্বাচনী বিজ্ঞাপন (Advertisement) প্রকাশ করেছেন বঙ্গ বিজেপি। যেখানে একজন বলছেন, ‘আমি যখন আমার রক্তাক্ত ছেলেটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম হাসপাতালের দুয়ারে দুয়ারে, তখন ওয়ার্ড বয় থেকে ডাক্তার সবাই ঘুষ চেয়েছিল। কারণ তাদের তোলাবাজদের পকেট ভরাতে হত। ওরা এক একটা রাক্ষস। ওদের দুর্নীতি আমার ছেলেটাকে খেয়ে ফেলল। তাই আমরা ভোট দিয়ে বিজেপিকে জেতাতে যাচ্ছি’।
বিজ্ঞাপনটা মুক্তি পাওয়ার পর থেকেই চতুর্দিকে সমালোচিত বিজেপি। তৃণমূলের মতে এই বিজ্ঞাপনে রুচিহীনতার পরিচয় দিয়েছে বিজেপি। তাদের প্রশ্ন, ‘ডাক্তার, স্বাস্থ্য কর্মীদের অপমান! আর কত নীচে নামবে মোদী-শাহর দল!’
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুনাল সরকার(Kunal Sarkar) বিষয়টিতে নিজের ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘দোল যাত্রার পুণ্য তিথিতে , মহামারীর দ্বিতীয় আক্রমণের সন্ধিক্ষণে ।। একটি সর্ব ভারতীয় দল , তাদের শ্রদ্ধা ও ভালবাসায় সমস্ত স্বাস্থ্য কর্মীদের রাঙ্গিয়ে দিলেন । আমি তাদের একজন স্বাস্থ্য কর্মী হিসাবে, আমার কৃতজ্ঞতা জানাই । …।’ রাঙ্গিয়ে দিয়ে যাও ।।আরও রঙ থাকলে আমাদের উপর উজাড় করে দিন।’