দোলে এবার সুপারহিট লাল-সবুজ আবির, কোণঠাসা গেরুয়া
খেলা হবে, খেলা হবে, এবার রঙে রঙে খেলা হবে। গলা ছেড়ে নাগাড়ে হেঁকে চলেছেন বর্ধমান কার্জন গেটের এক রং ব্যবসায়ী। দোল ও হোলি উপলক্ষে রঙের পসরা সাজিয়ে বসেছেন জিটি রোডের পাশে। ভোট আবহে এবার দোল উৎসবের আলাদা তাৎপর্য আছে। তাই রং বিক্রির স্লোগানে ভোটের খেলা হবের স্লোগান মিশিয়ে দিয়েছেন বিক্রেতা। আপাদমস্তক রাজনৈতিক প্রচারের ঢঙে রং বিক্রির কৌশলে বিক্রিও বেড়েছে তাঁর। স্লোগানে যখন রাজনীতির ছোঁয়া আছে, তখন রঙের বিকিকিনিতে স্বাভাবিকভাবেই যে আঁচ পড়বে, তা আন্দাজ করাই যায়। দোকানে ঢুকতেই অনেকে প্রশ্ন করছেন, কোন রং ভালো। কোনটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই? বিক্রেতার সোজাসুজি জবাব, যে কাজের, সেই ভালো। লাল, সবুজ ও গেরুয়া সব রঙের অল্প হলেও পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে ভেষজ আবির নিন, একবারে নিরাপদ। আমার আপনার মতোই।
ভোটযুদ্ধে রং বনাম রঙের লড়াইয়ে লাল, সবুজ (Green) ও গেরুয়ার টক্কর আছে। তবে রঙের বাজারে কিন্তু লাল, সবুজের পর বেগুনি রং নিয়ে উন্মাদনা অনেক বেশি। আবিরের ক্ষেত্রে প্রথম চাহিদা হলুদ ও গোলাপির। তারপর লাল ও সবুজ আবিরের। রং হোক বা আবির, বাজারে কিছুটা কোণঠাসা গেরুয়া। সেখানে লাল ও সবুজের আধিপত্য বেশি। জিটি রোডের উপর পসরা সাজিয়ে বসা এক দোকানি বলেন, গেরুয়ার চাহিদা নেই ঠিকই। তবে ভোটের বাজারে কিন্তু তা হবে না। সেখানে গেরুয়া জোর টক্কর দেবে। তাই আমি বেশি গেরুয়া আবির তুলেছি। যদিও এখনই বিক্রি হচ্ছে না। তবে ভোটের পর সব বিক্রি হবে। পাশের দোকানদার একেবারে রে রে করে বলেন, তোর গেরুয়া আবির ফ্যাকাশে হয়ে গেলেও, কিনতে কোনও বিজেপি (BJP) কর্মী আসবে না। আগে তো ভোটে জিতুক, তারপর তো রং মাখবে। চারিদিকে নীল আর সবুজ।
অন্যান্য বারের থেকে এবার রঙের বাজার অনেক চাঙ্গা। কারণ, বিধানসভা নির্বাচন। দোলের রঙের পাশাপাশি রাজনৈতিক দলের রঙের যে বিশেষ চাহিদা আছে, তা মানছেন প্রায় সকলেই। অনেক কর্মীরা আগেভাগেই আবির কিনে মজুত করছেন। রং বিক্রেতা সুমন চক্রবর্তী বলেন, খুচরো বাজার এখনও সেভাবে জমেনি। তবে ভোটের জন্য অনেকেই রং কিনে নিয়ে যাচ্ছেন। লাল-সবুজের চাহিদা বেশি। সাধারণ মানুষ খুচরো যা কিনছেন, সেটা বেগুনি ও হলুদ। বিসি রোডের এক দোকানি হারু রায় বলেন, আমার কাছে সব থেকে বেশি গেরুয়া বিক্রি হয়েছে। সামনে ভোটের জন্য গেরুয়া পার্টির লোকেরাই মনে হচ্ছে বেশি রং কিনছেন।
বীরহাটা বাজারের রং বিক্রেতা প্রদীপ দাস বলেন, সবুজ রং ও আবিরের চাহিদা এত বেশি যে, জোগান দিয়ে পারছি না। অন্যান্য সব রঙের আবির বিক্রি হচ্ছে। তবে, গেরুয়া আবিরের টান নেই। দোকানে থাকা এক ক্রেতা বলেন, আমিও সবুজ নিলাম। বাজারে এখন সবুজই চলছে। সে ভোটে বলুন আর দোলে।