সল্টলেকের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
সল্টলেকের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল প্রায় ২০টির বেশি ঝুপড়ি। জানা গিয়েছে, সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুনটি লাগে। খবর পেয়ে অকুস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন। দমকল কর্মীদের নিরন্তর প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিস সূত্রে খবর আজ, সোমবার সকাল আটটা নাগাদ সল্টলেকের বিকাশ ভবন সংলগ্ন বস্তিতে আগুন লাগে। বস্তিতে প্ল্যাস্টিক, দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ২০টিরও বেশি ঝুপড়ি। তবে কী করে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি।
দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লাগে। পরেও না কী ঝুপড়ির ভিতর থেকে সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এদিন অগ্নিকাণ্ডের ঘটনার পর এলাকাবাসীরাই প্রথমে আগুন নেভাতে এগিয়ে আসেন। বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় দমকলকেও। এসে পৌঁছয় বিধাননগর থানার পুলিস। তাঁদের তৎপরতায় ঝুপড়িতে বসবাসকারীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকল কর্মীরা জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও। বর্তমানে ঘটনাস্থলে দমকল কর্মী, পুলিস ছাড়াও উপস্থিত রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। এদিন মন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক দোকান, ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই তিনি এই বিষয়টি নিয়ে পুলিস আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।