দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

নন্দীগ্রাম অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠে, বোয়াল ২-এ বিজেপিকে তোপ মমতার

March 29, 2021 | 2 min read

দ্বিতীয় দফার ভোট প্রচার শেষ লগ্নে। পয়লা এপ্রিল ভোট ৩০টি কেন্দ্রে। তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। সংগ্রামের এই মাটিতে এবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আর কাল কর্মসূচিতে ঠাসা মমতার নন্দীগ্রামের প্রচার।

লাইভ আপডেট

৩ঃ৫৮ঃ আমার দেওয়া বিনা পয়সার চাল আপনারা ৯৫০ টাকার গ্যাসে ফোটাবেন? তাই বলছি বিজেপিকে তাড়িয়ে বাংলাকে বাঁচান। 

৩ঃ৫৬ঃ আমি সবার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেব। ছাত্রদের কম সুদে ১০ লক্ষ টাকা ঋণ দেব। স্বনির্ভর গোষ্ঠীদের ২৫ হাজার কোটি টাকা ঋণ দেব। মা বোনেদের হাতে মাসে মাসে ৫০০ টাকা করে তুলে দেব।

৩ঃ৫৫ঃ তোমরা আগে কাঁথি সামলাও। আমাকে জিতিয়ে বুঝিয়ে দিন নন্দীগ্রামে দাঁড়িয়ে আমি ভুল সিদ্ধান্ত নিই নি। আমি নন্দীগ্রাম হলদিয়ার মধ্যে ব্রিজ করে দেব। যাতে সবাই হলদিয়ে, দীঘায় চাকরি করতে যেতে পারে।

৩ঃ৫৪ঃ আমি একটা বুথের ৫০০ জনকে চাকরি দিয়েছি। নন্দীগ্রামের জন্যেও করব। এখানে সিএমও অফিস থাকবে। আমি এখানে এসে থাকব।

৩ঃ৫২ঃ মাস্ক পরে ভোট দিতে যাবেন। আগুনের বদলে আগুন জ্বালাবেন না।   মনে রাখবেন, নিহত বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। ভোট বাক্সে শোধ তুলুন। ইভিএম বার বার অন অফ করে দেখে নেবেন। কেউ কিছু দিলে খাবেন না। মনে রাখবেন এক মাস আপনাদের এই ভোট বাক্স সামলাতে হবে। তারপর যখন ২ তারিখ বাক্স খুলবে শুধু জোড়া ফুল বেরবে।

৩ঃ৫১ঃ টাকা দিলে তা নিয়ে খরচা করে দিন। ওদেরও খরচা করে দিন। ওদের একটাও ভোট দেবেন না। বাংলাকে আপনারাই বাঁচাবেন। একটা ভোট লুঠ করে দেখ, তারপর কি হয়! আমি জানি নন্দীগ্রাম জ্বলে ওঠে। 

৩ঃ৫০ঃ আমি যেখানে দাঁড়াতাম সেখানেই জিততাম। আমি নন্দীগ্রামের লড়াইকে সম্মান জানাতেই এখান থেকে দাঁড়িয়েছি। ২১ শে নন্দীগ্রাম থেকেই হবে বাংলার মুখ্যমন্ত্রী হবে।

৩ঃ৪৯ঃ আমাকে চমকালে আমি চমকাই। আমি রয়াল বেঙ্গল টাইগার। আমি এই লড়াই ছোটবেলা থেকে করে আসছি। আমার সাথে লাগলে আমি আগুনের মতো ঝরি, আমার সাথে লাগলে আমি সিঙ্ঘের মত লড়াই করি

৩ঃ৪৮ঃ নন্দীগ্রাম অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠে। মা বোনেরা হাতা খুন্তি নিয়ে এগিয়ে যাবেন।

৩ঃ৪৭ঃ আমি ওকে কি দিই নি? ওদের ট্রলার থেকে, পেট্রোল পাম্প কি নেই? আমি থাকা অবস্থায় পার্টি অফিস ভাঙে! আইটিআই- এ উত্তরপ্রদেশের গুন্ডাদের ভরে রেখেছ? আমি ভোট লুট করতে দেব না।

৩ঃ৪৫ঃ ওরা সেদিন না চাইলে পুলিশ সেদিন ঢুকতে পারত না। আমি বাইরের মেয়ে? আমি বাংলার মুখ্যমন্ত্রী। তুই কাথির ছেলে? নন্দীগ্রামের ভূমিপুত্র কবে হলি? সিপিএমের সময় সিপিএমের দালালি করেছিস, বিজেপির সময়ে বিজেপির দালালি করেছিস 

৩ঃ৪৪ঃ আমি মিটিং করে যাওয়াএ পর বিরুলিয়ার ওরা আমাদের পার্টি অফিস ভেঙেছে। রবিন মান্না ট্রমা সেন্টারে ভর্তি। দেখতে পাননি আপনারা? অ্যারেস্ট করেননি কেন?

৩ঃ৪৩ঃ আমার ভাইটির হাত ভেঙে দিয়েছে। নন্দীগ্রামে এই গুন্ডামি কেন? নন্দীগ্রাম কখনো গুন্ডামিকে প্রশ্রয় দিই না।

৩ঃ৪২ঃ রাজনীতি তাঁকেই মানায় যারা মানুষকে সম্মান করে।  আমার নন্দীগ্রাম নিয়ে বই লিখেছি। নন্দীমা। মোট ১০৩ টা বই লিখেছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Trinamool Congress, #Boyal

আরো দেখুন