দেশ বিভাগে ফিরে যান

যোগী রাজ্যে বৃদ্ধাকে পিটিয়ে, পাথর দিয়ে মাথা থেঁতলে খুন

March 30, 2021 | < 1 min read

ফের নূশংসতা। আবারও ঘটনাস্থল সেই যোগী রাজ্য। একজন ষাটোর্দ্ধ বৃদ্ধাকে প্রথমে লাঠি দিয়ে পেটানো এবং তারপর পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হল। হোলির দিনেও এই নৃস ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের এটাওয়াহর মেভতি তলা এলাকা। ওই বৃদ্ধার ‘অপরাধ’, তিনি হোলিকে ঘিরে মাত্রাতিরিক্ত শোরগোলের প্রতিবাদ করেছিলেন।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল হোলি উদযাপন করতে গিয়ে কয়েকজন যুবক ওই বৃদ্ধার বাড়ির সামনে প্রবল চিৎকার, চেঁচামেচি করছিল। খুব স্বাভাবিকভাবেই তা বন্ধ করতে অনুরোধ জানিয়েছিলেন ওই বৃদ্ধা। আর তাতেই ক্ষিপ্ত হয় ওঠে যুবকরা। বৃদ্ধার বাড়িতে চড়াও হয় তারা। তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে। বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে তাঁর পরিবারের অন্য ৫জন সদস্যও গুরুতরভাবে জখম হন।

জখমদের মধ্যে দুইজন মহিলা ও এক শিশুও্র ছিল। ওই বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়েই ক্ষান্ত হয়নি যুবকরা। পাথর দিয়ে মাথায় আঘাতও করে তারা। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎকেরা। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।

TwitterFacebookWhatsAppEmailShare

#yogi adityanath, #Old lady, #Uttar Pradesh

আরো দেখুন