গুন্ডাদের রাজনৈতিক ভাবে কবর দিন, সোনাচূড়া থেকে বার্তা মমতার
দ্বিতীয় দফার ভোট প্রচার শেষ লগ্নে। পয়লা এপ্রিল ভোট ৩০টি কেন্দ্রে। তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। সংগ্রামের এই মাটিতে এবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের শেষদিনে নন্দীগ্রামে একাধিক কর্মসূচি মমতার। ভাঙাবেড়ায় শহিদ বেদি থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূলনেত্রী। এছাড়াও, সোনাচূড়া, বাঁশুলি চক লক গেট এবং তেঙ্গুয়া মোড়ে জনসভা করবেন তিনি।
লাইভ আপডেট
১২:৩৯: কেউ ভয় দেখালে ভয় পাবেন না। যারা গুন্ডামি করছে তাদের রাজনৈতিক ভাবে কবর দিন।
১২:৩৮: দাঙ্গাবাজ বিজেপিকে চাই না। দাঙ্গাবাজ বিজেপি দূর হটো।
১২:৩৭: বহিরাগত পুলিশ এসে অত্যাচার করছে, কোনও প্ররোচনায় পা দেবেন না। ৪৮ ঘন্টার মাথা ঠান্ডা করে ভোটটা করে দিন, তারপর পান্ডাদের সব অধিকার কি করে কাড়তে হবে দেখে নিন।
১২: ৩৪: আমরা এখানে হলদিয়া অব্দি সেতু বানাবো, দীঘায় কেবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে, অনেক চাকরি হবে।
১২:৩৩: আমি বলব, টাকা দিতে এলে বলবেন রান্নার গ্যাসটা বিনামূল্যে দিতে।
১২:৩২: হাজার হাজার টাকা চুরি করেছে গদ্দার মীরজাফর, সেই টাকা বিলোচ্ছে। কেন্দ্র বাহিনী বিলাচ্ছে, মন্ত্রীরা হোটেলে বিলাচ্ছে।
১২:৩১: আমি যখন নন্দীগ্রামের ঢুকেছি, তখন বেরোচ্ছি না, মন শক্ত করে ভোট দিন।
১২:৩০: এই ২-৩ দিন ওরা নানা রকম ঘটনা ঘটাবে। এই সব এলাকায় ওরা মেশিন খারাপ করে দেবে, আইন প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে, আমি তাদের প্রশ্ন করব, কেন তারা বহিরাগত গুন্ডাদের এখানে ঢুকতে দিচ্ছে।
১২:২৯: আমি যেকোনো জায়গায় দাঁড়াতে পারতাম, কিন্তু নন্দীগ্রামের আন্দোলনকে স্যালুট করতে আমি এখানে দাঁড়ালাম।
১২:২৮: গ্যাসের দাম বাড়ছে, বিজেপি সব সরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছে।
১২:২৭: আপনারা জানেন বিজেপির লোকেরা সারা বাংলায় গুন্ডামি করে বেড়াচ্ছে। আমার কাছে খবর আছে নিজেদের একটা মেয়েকে খুন করবে, তারপর দাঙ্গা লাগাবে।