দেশ বিভাগে ফিরে যান

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

March 30, 2021 | < 1 min read

প্রধানমন্ত্রীর(PM Modi) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ECI) নালিশ জানাল তৃণমল(TMC)। মঙ্গলবার তারা লিখিত অভিযোগ জমা করেছে। সেখানে তারা দাবি করেছে, বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একই অভিযোগ করেছিলেন। এবার তাঁর দল লিখিত ভাবে অভিযোগ জানাল। তৃণমূলের পক্ষে তাদের রাজ্যসভার সাংসদ নির্বাচন কমিশন চিঠি দিয়েছেন ।

এদিকে, শনিবার ব্যারাকপুরে একটি নির্বাচনী জনসভা করেন মমতা। সেই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন মমতা। প্রশ্ন তোলেন নমোর দুই দিনের বাংলাদেশ সফর নিয়ে। তিনি বলেন যে যখন নির্বাচন চলছে বাংলায় সেই সময় বাংলাদেশে গিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে ভাষণ দেওয়ার অর্থ নির্বাচনী নির্বাচনী বিধি ভঙ্গ করা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #tmc, #Election Commission of India

আরো দেখুন