ময়নাগুড়িতে তৃণমূল প্রার্থীর প্রচারে গান বাঁধলেন লোকশিল্পীরা
ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী মনোজ রায়ের সমর্থনে অভিনব প্রচারে নামতে চলেছেন দলের কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই চন্দনগর থেকে নিয়ে আসা আলোকসজ্জার মাধ্যমে ময়নাগুড়ি জুড়ে মনোজ রায়ের সমর্থনে প্রচার শুরু করেছেন সমর্থকেরা। এবার উত্তরবঙ্গ জাতীয়তাবাদী লোকশিল্পী গোষ্ঠীর ময়নাগুড়ি ব্লকের সদস্যরা তাঁর সমর্থনে গান রচনা করলেন। মঙ্গলবার ময়নাগুড়ি হাসপাতালপাড়া এলাকারএকটি অস্থায়ী দলীয় অফিসের উদ্বোধন হয়। সেখানে ওই গানের অডিও প্রকাশ করা হয়। এই গান সোশ্যাল মিডিয়া সহ ময়নাগুড়িতে তাদের দলীয় অফিসগুলিতে বাজানো হবে। লোকশিল্পী গোষ্ঠীর সদস্য পবিত্র কুমার রায়, কল্পনা রায়, সতীশ রায় ও বিশ্বনাথ রায় এই গানের কথা লিখেছেন। গানটির সম্পাদনা করেছেন চন্দন কুমার সরকার। গানটি রাজবংশী ভাষায় তৈরি হয়েছে। প্রার্থী মনোজবাবু বলেন, এই গান সমস্ত স্তরের মানুষের ভালো লাগবে। আমাদের আশা সমগ্র ময়নাগুড়ি বিধানসভায় এই গান আমাদের প্রচারে একটি আলাদা মাত্রা এনে দেবে।