দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সিঙ্গুরে ‘মাস্টারমশাই’ এর বিজেপি যোগে দুঃখিত মমতা

March 31, 2021 | < 1 min read

এই সেদিন সিঙ্গুর থেকে সিঙ্ঘুতে কৃষকদের কেন্দ্র-বিরোধী যাত্রার নেতৃত্ব দিতে যাচ্ছিলেন তিনি। সেই তিনিই প্রায় একমাসের ব্যবধানে কীভাবে ‘কৃষকশত্রু’ হয়ে গেলেন! এই বিস্ময়ের ঘোর কাটেনি সিঙ্গুরের কৃষক মহল্লার। তিনি সিঙ্গুরের প্রবীণ বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য(RabindranathBhattacherjee)। চলতি মাসেই তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে(BJP) যোগ দিয়েছেন। তারপরেই কৃষক মহল্লার সম্ভ্রমের ‘মাস্টারমশাই’কে নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন।

বুধবার সিঙ্গুরে(Singur) নির্বাচনী প্রচারে গিয়ে জনসভায় মাস্টারমশাইকে নিয়ে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম কি করে মাস্টারমশাই বিজেপির হয়ে দাঁড়াতে পারেন। ওনার বয়সকে আমি শ্রদ্ধা করি। আমি ওনাকে বলেছিলাম আপনাকে আমি কোন একটা উপদেষ্টা কমিটিতে যোগ করে নেব। কিন্তু উনি শুনলেন না।’

নেত্রী দাবি করেন একমাত্র বয়সের কারণেই টিকিট দেওয়া হয়নি রবীন্দ্রনাথ বাবুকে। তিনি আরও বলেন, ‘গতবার আমি বেচারামকে বলেছিলাম যে আমি সিঙ্গুর থেকে লড়তে চাই। কিন্তু বেচা বলেছিল, মাস্টারমশাই শুনবেন না। তাই আর কথা এগোইনি।’

উল্লেখ্য, কৃষক মহল্লার গরিষ্ঠ অংশের মানুষ তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারেননি। তাৎপর্যপূর্ণভাবে সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা তথা মাস্টারমশাইয়ের ডান হাত হিসাবে পরিচিত মহাদেব দাসও তাঁর সিদ্ধান্তে বিভ্রান্ত। উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়ে মাস্টারমশাই এখন সিঙ্গুর থেকে বিজেপির হয়ে তৃণমূলের বেচারাম মান্নার বিরুদ্ধে লড়ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Singur, #mastermoshai, #Mamata Banerjee

আরো দেখুন