দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মনোনয়ন জমা দেওয়ার সময় আক্রান্ত রাজ চক্রবর্তী, গুলি, লাঠিচার্জ পুলিশের

March 31, 2021 | < 1 min read

এদিন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)মনোনয়ন জমার সময় তৃণমূল(TMC)-বিজেপি(BJP) সংঘর্ষ বাঁধে। শুভশ্রীকে(Subhashree) সঙ্গে নিয়ে রাজ ব্যারাকপুর(Barrackpore) মহকুমার অফিসে ঢোকবার পড়েই দুই পক্ষের কর্মীদের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। চলে লাগাতার ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ, নামানো হয় ব়্যাফ।

আজ আক্রান্ত হয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর ভাইও। ঘটনার পরেই ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনও।

প্রসঙ্গত, বুধবারই ব্যারাকপুরে প্রশাসনিক ভবনে স্ত্রী শুভশ্রীকে নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। ঠিক একই সময়ে সেখানে মনোনয়ন জমা দিতে যান বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ও। দুই পক্ষের কর্মী-সমর্থকরা একই জায়গায় জড়ো হওয়ায় উত্তেজনা তৈরি হচ্ছিল। স্লোগান দিতে থাকে দু’পক্ষই। সেই সময়ই রাজ চক্রবর্তীর ভাইকে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই এক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। সেখান থেকে একটি ওয়ান শট রিভলবারও উদ্ধার করেছে পুলিশ।

এদিন মনোনয়ন পেশের আগে রাজ চক্রবর্তী বলেন, ‘দিদি প্রার্থী করার পর প্রথমে মনে হয়েছিল চ্যালেঞ্জ নিচ্ছি। এখন মনে হচ্ছে প্রতিপক্ষে কেউ নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। এখনই মনে হচ্ছে জিতে গেছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Raj Chakraborty, #Barrackpore, #bjp, #tmc

আরো দেখুন