রাজ্য বিভাগে ফিরে যান

উত্তপ্ত নন্দীগ্রাম, বিচ্ছিন্ন ঘটনা বাদে শান্তিপূর্ণই দ্বিতীয় দফা 

April 1, 2021 | 5 min read

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হল। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩০টি আসনে ভোট হল আজ। প্রথম দফাতেও ৩০টি আসনেই ভোট হয়েছিল। অন্যান্য কেন্দ্রের পাশাপাশি সকলের নজর ছিল নন্দীগ্রামের দিকে, যেখানে যুযুধান ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।

আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল ভোটের পরিবেশ। দেড় শতাধিক বুথে ইভিএম বিভ্রাটের খবর আসে। বিভিন্ন জায়গায় প্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন। নন্দীগ্রামের বয়ালে কয়েকটি বুথে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে। সেখানে যান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দু’ঘন্টা বুথের ভেতরেই আটকে পড়েন তিনি। বাইরে চলতে থাকে তৃণমূল-বিজেপি স্নায়ুর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, জিতছেন তিনিই।

শেষ প্রাপ্ত আপডেট অনুযায়ী, বাংলায় দ্বিতীয় দফায় ভোট পড়েছে .৮০.৪৩ শতাংশ – পূর্ব মেদিনীপুরে ৮১.২৩ %, পশ্চিম মেদিনীপুরে ৭৮.০৫ %, বাঁকুড়ায় ৮২.৭৮ % এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৯.৬৬ শতাংশ ভোট পড়েছে।

লাইভ আপডেট

৫:১৫: ভোটদান প্রায় শেষের পথে। নন্দীগ্রামে দলীয় কর্মীদের সাথে একান্ত আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়

৪:৪০: বয়ালের পর নন্দীগ্রাম থানা মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়

৪.১৬: ‘নন্দীগ্রামে ভোট চুরি করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে ভোট চুরি করা হয়েছে। শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই তৃণমূলকর্মীদের খুন করা হয়েছে। সেই প্রমাণ আমার কাছে আছে। একটু অপেক্ষা করুন। সব সামনে আনব।’ নন্দীগ্রামে বললেন মমতা

৪.১৫: নন্দীগ্রামে বিজয় চিহ্ন দেখালেন মমতা

৩:৪১: বুথ থেকে বাইরে বের করে আনা হল মুখ্যমন্ত্রীকে। কড়া নিরাপত্তায় তাঁকে বের করে আনা হল। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়লের ঘটনা জানালেন তাঁদের।

2:26: রাজ্যপালকে ফোনে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, অভিযোগ তাঁর।

2:20: আমাদের অভিযোগের নিরিখে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরাও আইনত পদক্ষেপ নেব। হিন্দিভাষী বহিরাগত দুষ্কৃতী আনা হয়েছে। কেউ স্থানীয় মানুষ নয়: বয়ালে বললেন মমতা

১:৪৪: বয়ালে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভীত, সন্ত্রস্ত মানুষের সাথে কথা বলছেন তিনি

১:৩০: নন্দীগ্রামের চক কেন্দেমারি বুথে ইভিএম তিন দফায় খারাপ হল ইভিএম। বিক্ষোভ এলাকাবাসীর। এই কেন্দ্রে নতুন করে ভোটের দাবি জানিয়েছেন তাঁরা।

১:৫৭: বয়াল শম্ভুনাথ প্রাথমিক বিদ্যালয়, যেখানে বুথ দখল করেছিল বিজেপি, সেখানেই পৌঁছে গেলেন মমতা।

১.৫১: ডেবরার রাধাকান্তপুরে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ

১.৫০: বয়ালে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা

১:১৫: নন্দীগ্রামে রেয়াপাড়ার বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরবেন বুথে বুথে

১:১০: নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়িতে ‘গো ব্যাক’ স্লোগান শুভেন্দু অধিকারীকে

১:০৯: কেন্দ্রীয় বাহিনির ভূমিকা খুব একটা ভালো না। জানালেন নন্দীগ্রামের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি

১:০৮: খড়গপুরে বুথের বাইরে রেলকর্মীর পরিবারকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের

১:০৬: নন্দীগ্রামে এগারোটি বুথ দখলের অভিযোগ। নির্বাচন কমিশনের জেলা অফিসে অভিযোগ করল তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে তৃণমূল।

https://twitter.com/Drishtibhongi/status/1377519526741340160?s=20

১২:১২: চন্ডীপুরের ৪৯ নম্বর বুথে তৃণমূল এজেন্ট কে মারধর, গাড়ি ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

১২:০৭: বয়াল ২ এর ৬ ও ৭ নম্বর বুথে বিজেপির গুণ্ডাবাহিনীর তান্ডব! ঘরে বন্ধ করে দেওয়া হলো তপন সাউ ও স্বপন সাউ নামক দুই তৃণমূল সমর্থকের পরিবারকে!
এলাকার মানুষের মধ্যে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীর উপর তীব্র অসন্তোষ!

১১:৪৩: ডেবরায় রাস্তা আটকে রেখে সংবাদমাধ্যমের কর্মীদের বাধা ভারতী ঘোষের।

১১:৩৮: তৃণমূলের বুথ এজেন্টের বাড়িতে হুমকি বিজেপির, পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। বাহিনী চলে গেলে আমাদের কী হবে, ভয় জেনেটের মায়ের।

১১:১৭: জয়পুরে সংযুক্ত মোর্চার প্রার্থীর গাড়ি বুথের ২০০ মিটারের মধ্যে দাঁড় করানোর অভিযোগ, বিধিভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

১১:১৫: মমতা বন্দ্যোপাধায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।

১১:১৪: নন্দীগ্রামে ১৩, ১৪, ১৮, ১৯, ২০ নং বুধ জ্যাম করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

১১.১৪: নন্দীগ্রামের ২২৫ নম্বর বুথ অঞ্চলে তৃণমূল সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

১১:১৩: নন্দীগ্রাম শ্রীপাড়ায় আধাসেনার বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ

১১:১২: সকাল থেকে ইভিএম বিভ্রাট, এখনও পর্যন্ত দেড়শোর বেশি ভোটযন্ত্রে ধরা পড়ল গোলযোগ

১১:০১: ভুয়ো ভোটার কার্ড নিয়ে ভোটের লাইনে দাঁড়ানো এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নন্দীগ্রামের রাজারামচক হাই স্কুল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

১০:৫৮: নন্দীগ্রামের বয়ালে ৬ এবং ৭ নম্বর বুথে ভোটারদের ঢুকতে বাধা দিল বিজেপি। গোকুলনাথের ভোটারদের ভোট দিতে বাধা বিজেপির। মোহাম্মদপুরেও ভোটদানে বাধা, ২৪৮ নং বুথে ভোটদানে বাধা

১০:৫০: বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, লাভ হচ্ছে না ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থেকেও, অভিযোগ সোহমের

১০:৪৮: ময়নায় গাছ ও কাঠের গুঁড়ি দিয়ে রাস্তা আটকে দিল বিজেপি। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে সরানো হল অবরোধ

১০:৪৩: বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ উঠেছে গোকুলনগর এবং বয়ালে। সেই খবর পেয়েই অকুস্থলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১০:৪২: খড়্গপুরে ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূল প্রার্থীর

১০:৩৮: বাঁকুড়ার বড়জোড়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের বচসা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ সাধারণ মানুষের।

১০:৩৭: খড়্গপুরে হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে ভোটের কাজ করছে ভাটপাড়ার বিজেপি কর্মীরা। অভিযোগ, তাদের পাঠিয়েছেন অর্জুন সিংহ, অভিযোগ তৃণমূলের

১০:১৬: নন্দীগ্রামে বুথ নম্বর ৬ বয়াল শম্ভুনাথ হাইস্কুল বিজেপি ক্যাপচার করে নিয়েছে

১০:১৫: নন্দীগ্রামে ভুঁয়ো নির্বাচন কমিশনের কার্ড সহ আটক একজন। নাকা চেকিং শুরু পুলিশের।

১০:০৩: মহিষাদলে বেতকুণ্ডু, লক্ষ্যা ১, গড়কমলপুর, অমৃতবেড়িয়া এবং দেউলপোতার বিভিন্ন বুথে মোট ১৩টি ইভিএম খারাপ বলে জানা গিয়েছে।

৯:৫৯: ৫-৬টা জায়গায় ইভিএম মেশিন খারাপ, অভিযোগ সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়ার। লাগাতার আক্রমণ হচ্ছে বিজেপির তরফে। বহিরাগত দুষ্কৃতীদের এনেছে গেরুয়া দল, অভিযোগ তাঁর

৯:৫০: সোহম চক্রবর্তীর নির্বাচনী এজেন্ট দেবব্রত বর্মণকে মারধর বিজেপির। হাত ভেঙে দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে

৯:৪৯: বহিরাগত বিজেপি নেতাকে গ্রেপ্তার, পুলিশের সাথে ধস্তাধস্তি, বচসা বিজেপি কর্মীদের। ডেবরায় উত্তেজনা

৯:৪৯: বহিরাগত বিজেপি নেতাকে গ্রেপ্তার, পুলিশের সাথে ধস্তাধস্তি, বচসা বিজেপি কর্মীদের। ডেবরায় উত্তেজনা

৯:৪৮: সব বুথে মমতা বন্দ্যোপাধ্যায় কে জেড প্লাস সিকিউরিটির সঙ্গে যাওয়ার অনুমতি

৯:৪৪: খড়্গপুর সদরে প্রচুর লোক নিয়ে বুথে ঢোকার অভিযোগ বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে

৯:৪৩: বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের দুটি বুথে ইভিএম খারাপ নিয়ে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা। তাঁর দাবি, ইচ্ছা করে ওই দুটি বুথে ইভিএম খারাপ করে রাখা হয়েছে। পশিাপাশি কেন্দ্রীয় বাহিনী দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

৯:৪২: হলদিয়ার টাউনশিপে মহাপ্রভুরচক প্রাইমারি স্কুলের ২৬১ নম্বর বুথে প্রথম আধ ঘন্টা ভোট হওয়ার পরই ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ। আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে। লম্বা লাইনে অগুন্তি মানুষের ভিড়, ক্ষুব্ধ জনতা

৯:৪১: ঘাটালে রাস্তায় টায়ার জ্বালিয়ে এলাকা উত্তপ্ত করে তুললো বিজেপি কর্মীরা, ভীত সাধারণ মানুষ

৯:৪০: দক্ষিণ ২৪ পরগনার পাখিরালয়ে নকল ইভিএম দেখিয়ে এবং পান খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরে কেন্দ্রীয় বাহিনী এসে তা তুলে দেয়।

৯:৩৭: চন্ডীপুরে ২৪৯ নং বুথে সোহমের নির্বাচনী এজেন্টকে মেরে হাত ভেঙে দিলো বিজেপি

৯:৩৫: সবংয়ের বিষ্ণুপুর এলাকাতে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দিল বিজেপির দুষ্কৃতীরা

৯:২৬: ডেবরায় বিজেপি প্রার্থীর সাথে ঘুরছেন বহিরাগতরা? ভারতী ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় মানুষের

৯:১৮: নন্দীগ্রামের সোনাচূড়ায় ব্যাগ ভর্তি বোমা সহ ধরা পড়লেন বিজেপি কর্মী

৯:১৭: নন্দীগ্রামের ৪৮ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা বিজেপির, বিরুলিয়া অঞ্চলেও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে

৯:১৬: ডেবরায় তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

৯:০২: ময়না বিধানসভা কেন্দ্রের বাকচা অঞ্চলে বসতে দেওয়া হচ্ছে না তৃণমূল এজেন্টদের। কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূলকর্মীকে হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত সংবাদমাধ্যমও।

৮:৫৮: বাঁকুড়ায় বিজেপি ক্যাম্প অফিসে দেখা নেই কর্মীদের, কটাক্ষ তৃণমূলের

৮:৫৬: নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠ মেঘনাদ পালের বাড়িতে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ, গন্ডগোলের আশঙ্কা

৮:৫৩: কেশপুরে আবার উত্তেজনা। তৃণমূল কর্মীর মৃত্যুর পর এবার বোমাবাজির অভিযোগ। আতঙ্কে সাধারণ মানুষ

৮:৫২: এলাকায় বুথ নেই, বাঁকুড়ার তালড্যাংড়ায় ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

৮:৫১: বিষ্ণুপুরের একাধিক বুথে ভিভিপ্যাট বিভ্রাট! ভোট সাময়িভাবে স্থগিত, ক্ষুব্ধ সাধারণ মানুষ

৮:৪০: নন্দীগ্রামের সোনাচূড়ায় বহিরাগতদের এনে বোমাবাজি করছে বিজেপি। সন্ত্রস্ত এলাকা। সাধারণ মানুষের অভিযোগ, দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর।

৮:৩৬: নন্দীগ্রামের সোনাচূড়ায় ‘বোমাবাজি’ অভিযুক্ত বিজেপি

৮:১৬: নন্দীগ্রামের কালীচরণপুরে রাতভর বোমাবাজি বিজেপির, সন্ত্রস্ত এলাকা। কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, অভিযোগ সাধারণ মানুষের। এক তৃণমূল কর্মীকে শাবল দিয়ে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

৮:১৪: পাথরপ্রতিমায় ভোটের ডিউটি করতে আসা পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

৮:১০: সবংয়ের বিষ্ণুপুর এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা বিজেপির, অজস্র বাইক ভাঙচুর

৮:০৬: বাঁকুড়া জেলার ইন্দাসের দেওগোরিয়া স্কুলে ইভিএম খারাপ, ভোটগ্রহণে বিলম্ব

৮:০৫: সবং, বাঁকুড়া এবং গোসাবার কুমারমারী ১২৮ নম্বর বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণে বিলম্ব

৭:৪৯: নন্দীগ্রামের বয়ালে তৃণমূলের বুথ এজেন্টকে বসতে বাধা, প্রিসাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন

৭:২০: ইভিএম বিকল, পাথরপ্রতিমায় ৬টি বুথে শুরু হয়নি ভোটগ্রহণ

৭.১৬ আমদাবাদে বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ

৭.১৫ গোসাবার আমতলির ১০৬ নম্বর বুথ এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলা বিজেপির

৭:০৯: দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বিজেপির বিরুদ্ধে ছড়িয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ

৭:০৮: বাঁকুড়ার ওন্দায় গেরুয়া গামছা গলায় জড়িয়ে বুথে ঢুকলেন বিজেপি প্রার্থীরা। কেন্দ্রীয় কাহিনীর হস্তক্ষেপে খুলতে হল গামছা

৭:০১: কেশপুরের দাদপুরে তৃণমূল কর্মী খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021

আরো দেখুন