দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আমার জনসমর্থন দেখে ঘরে ঢুকে পড়েছেন মুকুল, কটাক্ষ কৌশানীর

April 1, 2021 | < 1 min read

প্রতিপক্ষ মুকুল রায়কে ফের কটাক্ষ কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee)। অভিনেত্রীর দাবি, তাঁর জনসমর্থন দেখে থমকে গিয়েছেন মুকুল। বিজেপি-র ওই নেতার অবশ্য মত, নির্বাচনের ফল বেরলেই বোঝা যাবে পরিস্থিতি।

বুধবার মনোনয়নপত্র জমা দেন কৌশানী। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ‘‘আমার জনসমর্থন দেখে বিজেপি-র প্রার্থী ঘরে ঢুকে পড়েছেন।’’ ওই অভিনেত্রী তথা তৃণমূল (Trinamool) প্রার্থীর দাবি, ‘‘উনি (মুকুল রায়) নিজেকে শক্তিশালী মনে করলেও কৃষ্ণনগরের মানুষ আমাকে শক্তিশালী বলে মনে করছেন।’’

কৌশানীর মতে, ‘‘যে ভাবে কৃষ্ণনগরবাসী সাড়া দিচ্ছেন আশা করছি তাঁরা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন।’’ জোর গলায় কৌশানীর দাবি, ‘‘আমি ধুলোবালি মেখে ঘুরতে এসেছি। রাস্তায় রাস্তায় হাঁটছি। ১৫ দিনের বেশি হয়ে গেল। এখন আমি কৃষ্ণনগরের প্রতিটা মানুষের মুখ চিনে গিয়েছি।’’

২০০১ সালে শেষ বার ভোটে লড়েছিলেন মুকুল। সেই নির্বাচনের ফল তাঁর কাছে ‘সুখকর’ ছিল না। ২০ বছর পর পের ভোট যুদ্ধে নেমেছেন তিনি। ফল কী হয়, দেখার জন্য উদ্গ্রীব মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#mukul roy, #Trinamool Congress, #koushani mukherjee

আরো দেখুন