দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ডেবরায় বহিরাগতকে নিয়ে বুথে, ভারতী ঘোষ বিক্ষোভের মুখে

April 1, 2021 | < 1 min read

চলছে দ্বিতীয় দফার ভোট। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মতের ওপর শান্তিতেই চলছে ভোটগ্রহণ। কিন্তু এরই মধ্যে, ডেবরায় (Debra) বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এক বহিরাগত বিজেপি নেতাকে নিয়ে বুথে আসায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল (Trinamool) কর্মীরা।

ঘাসফুল শিবিরের দাবি, ডেবরায় শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছিল। আচমকাই বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বহিরাগতদের নিয়ে বুথে আসেন। তার পরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

ঘটনার পরে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ছাড়াতে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। উত্তেজনা এলাকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Debra, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন