মেধার বিচারে প্রথম, দেশের মধ্যে তৃতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়
মেধার বিচারে প্রথম, আর দেশের মধ্যে তৃতীয় হয়ে আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের(Calcutta University) মুকুটে নয়া পালক। শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা একাডেমিক র্যাঙ্কিং অফ ইউনিভার্সিটিস। গোটা বিশ্বে উচ্চশিক্ষাগুলিকেই নিজেদের সমীক্ষার আওতায় আনে এই সংস্থা। তাদের প্রকাশিত ক্রমতালিকাটি ‘সাংহাই র্যাঙ্কিং’ নামে সমধিক পরিচিত। সেই তালিকায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ‘সাংহাই র্যাঙ্কিং ২০২০’-তে(Sanghai Ranking 2020) দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই নতুন শিরোপার কথা টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানান।
উল্লেখযোগ্য, প্রথম দশে নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।