দেশ বিভাগে ফিরে যান

অসমে বিজেপি বিধায়কের গাড়ি থেকে ইভিএম উদ্ধার

April 2, 2021 | < 1 min read

অসমের(Assam) করিমগঞ্জে(Karimganj) বিজেপি(BJP) বিধায়কের গাড়ি থেকে ইভিএম(EVM)! উদ্ধার। এই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ওই বিধায়কের নাম কৃষ্ণেন্দু পাল (Krishnendu Pal)। তিনি করিমগঞ্জেরই বিধায়ক।

গতকাল পশ্চিমবঙ্গের সঙ্গে অসমেও দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হয়। জানা গিয়েছে, ভোট কর্মীরা ভোটের শেষে ওই গাড়ি করে ফেরার সময় এই ইভিএম উদ্ধার হয়।



এই ব্যাপারটি নিয়ে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।

এব্যাপারে প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের পৃথক গাড়ি থাকা সত্ত্বেও কেন ওই ভোট কর্মীরা একজন রাজনৈতিক দলের গাড়িতে উঠেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, #bjp, #EVM, #Karimganj

আরো দেখুন