রাজ্য বিভাগে ফিরে যান

বিপদের সময় পাশে ছিল দিদির সরকার, বলছেন পরিযায়ী শ্রমিকরা

April 2, 2021 | 2 min read

কাশ্মীর থেকে ফিরে আসা ১১২ জন পরিযায়ী শ্রমিক এককালীন সরকারি সহায়তা পেয়েছেন। এমনকী গ্রামেই কাজ পেয়েছেন তাঁরা। ফলে তৃণমূল (Trinamool) পরিচালিত রাজ্য সরকারের উপরেই আস্থা রাখছে ওইসব শ্রমিকের পরিবার। প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে কাশ্মীর উপত্যকায় অশান্তির পরিবেশ তৈরি হয়। শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটে। এর পরই রাজ্য সরকার উদ্যোগী হয়ে কাশ্মীরে থাকা এ রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে। দক্ষিণ দিনাজপুর জেলার ১১২ জন শ্রমিককে সরকারিভাবে জেলায় নিয়ে আসা হয়। এর মধ্যে ১০৫ জন কুশমণ্ডি ব্লকের বাসিন্দা ও ৭ জন বংশীহারি ব্লকের বাসিন্দা। ওই শ্রমিকদের রাজ্য সরকার এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেয়। পাশাপাশি গ্রামেই ১০০ দিনের কাজের প্রকল্পে তাঁদের কাজ দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। ফলে এখন ভোটের মুখে ওইসব শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজন তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উপরেই আস্থা রাখছে।

রাজ্য সরকারের কাছ থেকে এককালীন টাকা পেয়ে ওইসব পরিযায়ী শ্রমিকদের (Migrant Worker) কেউ গ্রামে ছোট ব্যবসা করছেন। কেউ আবার অন্য কিছু করছেন। ওই শ্রমিকরা বলছেন, সদিচ্ছা থাকলে যে শ্রমিকদের পাশে থাকা যায়, তা তৃণমূল সরকার করে দেখিয়ে দিয়েছে। করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের দেশের বিভিন্ন রাজ্য থেকে জেলায় নিয়ে এসে বিনামূল্য রেশনের ব্যবস্থা করেছে তারা। স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এসব ভোলার নয়।

কুশমণ্ডির শ্রমিক রেজওয়ানুল হক বলেন, কাশ্মীরে অশান্তির পরিবেশ তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন। তৃণমূলের তরফে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়। তারপর সরকারিভাবে আমাদের ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তা দেওয়া হয়েছে। এই অবদান ভুলব কী করে। সরকারের তরফে যে টাকা পেয়েছি, তা দিয়ে গ্রামেই ছোট ব্যবসা করছি। এতদিন ১০০ দিনের প্রকল্পের কাজ পেয়েছি। এখন নির্বাচনের জন্য কাজ কম। তাই গ্রামেই জমিতে কাজ করছি। কুশমণ্ডির শ্রমিক প্রলয় বসাক বলেন, পেটের দায়ে কাজ না পেয়ে বাইরের রাজ্যে খাটতে গিয়েছিলাম। পরিবার ছেড়ে কে থাকতে চায়। কাশ্মীরে ঝামেলার পর ‘দিদি’ আমাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এককালীন টাকা দেন। ১০০ দিনের কাজের ব্যবস্থা করে। লকডাউনে আমাদের জন্য চাল-ডাল, রেশনের ব্যবস্থা করে। সরকারের কাছ থেকে এককালীন টাকা পেয়ে গ্রামেই ধান, গমের পাইকারি ব্যবসা করছি। কুশমণ্ডি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কনভেনার অম্বরীশ সরকার বলেন, কাশ্মীর থেকে শ্রমিকদের আমরা সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি। শ্রমিকরা বাড়ি এসে কী খাবেন, তার জন্য দলের তরফে রেশনের ব্যবস্থা করা হয়েছে। সরকার এককালীন ৫০ হাজার টাকা ও গ্রামে ১০০ দিনের কাজ পাইয়ে দিয়েছে ওইসব শ্রমিকদের। শ্রমিকরা সেইসব উপকারের কথা মনে রেখেছে। অন্যদিকে, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, কয়েকজন শ্রমিক থাকতে পারেন। কিন্তু কাজ না পেয়ে বেশিরভাগ শ্রমিক ভিন রাজ্যে চলে গিয়েছেন। এই সরকার শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ। মুখ্যমন্ত্রীর এককালীন টাকা দিয়ে ব্যবসা হয় না। তাই রাজ্য ছেড়েছেন শ্রমিকরা। ভোটবাক্সে তাঁরা এর জবাব দেবেন বলে আমরা আশাবাদী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Migrant Labourers

আরো দেখুন