দুর্গাপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করছে নীলছবির নায়ক? মুখ লোকাচ্ছে গেরুয়া দল
দুর্গাপুর পূর্ব(Durgapur Purba) কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী কর্নেল দীপতাংশু চৌধুরীর(Colonel Diptangshu Choudhury) হয়ে একাধিক রোড-শো, প্রচারে দেখা যায় নীল ছবির নায়ক জিৎ চক্রবর্তীকে ৷ ব্যস, তারপর থেকেই বিরোধীরা তো বটেই দলের অন্দরে প্রার্থী দীপতাংশুর বিরোধীরা রে রে করে উঠেছে । সবাই নাক ছিটকাচ্ছে । তাতে ভোটের দৌড়গোড়ায় দাঁড়িয়ে দুর্গাপুর পূর্ব এলাকায় চরম অস্বস্তিতে বিজেপি মহল ।
বিজেপি প্রার্থীর সঙ্গে জিৎ চক্রবর্তীর(Jeet Chakraborty) রোড-শোর ছবি এবং জিৎ অভিনীত নীল ছবির ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে ৷ তারফলে দুর্গাপুরের পূর্ব এলাকায় মুখে মুখে ফিরছে বিজেপি প্রার্থীর প্রচারক নীল ছবির নায়কের কথা ও কাহিনী । তৃণমূল কংগ্রেস(TMC) এই বিষয়টিকে সামনে রেখে ভোটের ময়দান গরম করে বাজিমাত করতে চাইছে । এমনিতেই বিজেপি প্রার্থী হিসেবে দীপতাংশু চৌধুরীকে এলাকার বিজেপির কর্মী সমর্থকরা মেনে নিতে পারেনি । তাছাড়া দীপতাংশু চৌধুরী স্থানীয় নন, বাইরে থেকে এসে প্রার্থী হয়েছেন । তাই স্থানীয় মানুষ তাঁকে কম চেনেন । তার উপর এখন একজন নীল ছবির(Blue Film) নায়ককে সঙ্গে নিয়ে রোড-শো…..অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপি প্রার্থীকে ।