উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মাথাভাঙ্গায় আদি বিজেপি নেতাদের ‘গদ্দার’ স্লোগান, ফাঁকা মাঠ ছেড়ে পালালেন শুভেন্দু

April 3, 2021 | < 1 min read

শুধু তৃণমূল(TMC) কর্মী সমর্থকরা নন। এবার বিজেপির(BJP) মঞ্চে উঠে বিজেপি নেতা এবং কর্মীদের মুখে শুনতে হলো গদ্দার(Gaddar) এবং মীরজাফর(Mirjafar) স্লোগান। মঞ্চে রীতিমতো অস্বস্তি এবং রাগে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

মাথাভাঙা(Mathabhanga) নিশিগঞ্জ সংলগ্ন সিখতেওয়ারি প্রাইমারি স্কুলের মাঠে বিজেপি প্রার্থী সুশীল বর্মন এর সমর্থনে জনসভার আয়োজন হয়েছিল। মুখ্য বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। সকাল ১১ টায় সভা হওয়ার কথা থাকলেও সেই সভা শুরু হতে হতে দুপুর ১ টা পেরিয়ে যায়।

প্রচন্ড রাগে অপমানিত হয়ে শুভেন্দু কুড়ি মিনিটের মধ্যেই মঞ্চ ছেড়ে চলে গেলেন। কর্মীরা হতাশ হলেও তার এই আচরণে। কর্মীদের অধিকাংশ-ই মাঠে এসেছিলেন সকাল ন’টায়। তারপরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা।
মঞ্চে এসেও শুভেন্দু মনীষী ঠাকুর পঞ্চানন বর্মাকে বর্মন বললেন। কথা বললেন এনআরসি নিয়ে। অনুপ্রবেশকারীরা বেশির ভাগ মুসলিম এমনটাই দাবি করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #Mathabhanga, #Gaddar

আরো দেখুন