‘ভাঙা’ পা দোলাচ্ছেন মমতা? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
বৃহস্পতিবার গনগনে উত্তাপের নন্দী-ভোটের পর শুক্রবার নতুন হইচই শুরু হল এক ভিডিয়োকে কেন্দ্র করে। দৃষ্টিভঙ্গি ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। কিন্তু বিজেপি-র (BJP) দাবি, নন্দীগ্রামে ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীনই কোনও মোবাইল ফোনের ক্যামেরায় ওই ছবি ধরা পড়েছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মমতা বসে রয়েছেন তৃণমূলের (Trinamool) কোনও দলীয় কার্যালয়ে (বিজেপি-র বক্তব্য, সেটি তৃণমূলের নন্দীগ্রামের দফতর)। সেখানে টেবিলের তলা দিয়ে মমতাকে চোটগ্রস্ত বাঁ-পা দোলাতে দেখা যাচ্ছে। একটা সময়ে ব্যান্ডেজ করা বাঁ-পায়ের উপর ডান পা তুলে রাখছেন তিনি।
প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার দিন নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পায়েছিলেন মমতা। এর পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেই পা প্লাস্টারে বেঁধে নিয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েন তিনি। হুইলচেয়ারে বসেই একের পর এক পদযাত্রায় অংশ নেন। সভাও করেন। এখনও করছেন। ওই ঘটনাকে নিয়ে প্রথম থেকেই ‘নাটক’ বলে আক্রমণ করেছে বিজেপি।
সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাঙা পা দোলাচ্ছেন? আসলে মমতার পায়ে যে কাস্ট প্লাস্টার রয়েছে সেটি কেবল কাফ মাসল জুড়ে রয়েছে। হাঁটু কিন্তু ফাঁকাই রয়েছে। তাই, হাঁটু নাড়াতে কোনও বাধা নেই, এমনটাই মত বিশষজ্ঞদের। পা ভেঙে প্লাস্টার করতে হলে ফিজিওথেরাপিস্টরা এরকম পায়ের এক্সারসাইজ করে থাকতে বলেই থাকেন। এর ফলে প্লাস্টার খুললে তাড়াতাড়ি কার্যক্ষমতা ফিরে আসে।