স্বৈরাচারী মোদীরা গণতন্ত্র মানে না, ধনতন্ত্র মানে, তারকেশ্বর থেকে তোপ মমতার
উত্তরবঙ্গের ঝটিকা সফরের পর আজ দক্ষিণবঙ্গে প্রচারের ঝড় তুলতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, হুগলী এবং দক্ষিণ ২৪ পরগনায় একাধিক কর্মসসূহ আজ তাঁর। রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম এবং তারকেশ্বর বিধানসভায় জনসভার পাশাপাশি, আজ হাওড়ায় রোড শো করবেন তৃণমূল নেত্রী। উজ্জীবিত কর্মীরাও।
লাইভ আপডেট
৩:১৮: ওরা ক্যাশ দিলে নিয়ে নেবেন, কারণ ওটা আপনারই অধিকার। মা-বোনেরা বিজেপিকে হঠানোর জন্য, আর নিজেরা ভালো থাকার জন্য, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি দিন।
৩:১৬: এই মাটি আমাদের মাটি। আমাদের ধর্মস্থল। ওরা রামকৃষ্ণের ধর্ম মানে না। যে রামচন্দ্র মা দুর্গাকে পূজা করেছিল, ওরা সেই মা দুর্গাকে গালাগাল করে। ওরা চণ্ডীপাঠও করতে পারেনা। ওরা মহিলাদের বিরুদ্ধে।
৩:১৪: ওদের ফুলে আটটা পাপড়ি, মানে আটটা গোষ্ঠীতে ভাগ করে দিচ্ছে। নজরুল লিখেছিল, জাতের নামে বজ্জাতি, এরা সেই বজ্জাত।
৩:১২: এই বাংলাকে যদি বাঁচাতে হয়, আমাদের ভাষাকে বাঁচাতে হয়, তাহলে মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট।
৩:১০: যখন বিপদ হয়, তখন কি হিন্দু-মুসলমান দেখে সাহায্য চায় মানুষে? নরেন্দ্র মোদীরা গণতন্ত্র মানে না, ধনতন্ত্র মানে, এরা স্বৈরাচারী। এরা একটা হিটলার আরেকটা চাউসেস্কু। বলছে বাংলা দখল করেঙ্গা- আগের দিল্লি সামলা তারপরে আসিস বাংলা।
৩:০৮: আজকে তপশিলি মানুষরা রেহাই পাচ্ছে না, সাধারণ মানুষরাও রেহাই পাচ্ছে না।
৩:০৬: সিপিএমের হার্মাদরা এখন বিজেপির বন্ধু, বিহার থেকে, মুজাফফরনগর থেকে, বন্দুক, বোমা নিয়ে এসেছে। বাড়িতে বাড়িতে তান্ডব করেছে।
৩:০৪: নন্দীগ্রামে আমি দেখেছি ওরা হিন্দু-মুসলিম ভাগ করার চেষ্টা করছে, তৃণমূল করে বলে বাড়ি ভেঙে দিয়েছে, তাও একটা হিন্দু ছেলের বাড়ির লোককে মুসলিমের বাড়িতে আশ্রয় নিতে পেরেছে। বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা। তিন ঘণ্টা বসেছিলাম। ভয় পাইনি। ওরা পেট্রোল বোমা নিয়ে ঘিরে রেখেছিল’।
৩:০২: সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছে ওরা, ওদের কথা শুনবেন না, এখানকার বিজেপি প্রার্থী রাজ্যসভা মনোনীত সদস্য, হেরে গেলে আবার দিল্লি চলে যাবে, আমাদের প্রার্থী এখানকার ছেলে, এখানেই থাকবে।
৩:৩০: এবার আমরা বিনা পয়সায় চাল দুয়ারে দুয়ারে করে দেব। বাড়ির মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে দেব। তারা ৫০০ থেকে হাজার টাকা পাবে প্রত্যেক মাসে। কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, সংখ্যালঘুদের জন্য স্কলারশিপ আছে।
২:৫৮: ওরা ১৫ লক্ষ টাকা দিয়েছে? বিনা পয়সায় চাল দিচ্ছি আর গ্যাসের দাম ৯০০ টাকা। প্রাইম মিনিস্টার চলবে বলে হাজার হাজার কোটি টাকা দিয়ে প্লেন কিনছে, নতুন পার্লামেন্ট কিনছে, ওদিকে কৃষকরা আন্দোলন করছে, সেই আন্দোলনে আমরা সমর্থন করছি। আমি জানি চাষীদের কি জ্বালা, তাই কৃষক বন্ধু প্রকল্প করেছি। চাষিরা এবার ১০ হাজার টাকা করে পাবে একর প্রতি।
২:৫৬: সুভাষ চন্দ্র বোসের জন্মদিনে উল্টোপাল্টা স্লোগান তুলে নেতাজি কে অপমান করেছে বিজেপি।
২:৫৪: বাংলায় যখন বঙ্গভঙ্গ হচ্ছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর রুখে দাঁড়িয়েছিলেন, আবার সেই দিন আসছে, মোদী আর অমিত শাহ বাংলাকে ভাগ করতে চাইছে। মোদীর আজকে মিটিং আছে, আবার উল্টোপাল্টা বলবে। সোনার বাংলা বলতে পারেনা, সুনার বলে। কেন বাংলাকে অপমান করবে, আমি আমি ঠিকভাবে গুজরাটিতে ‘কেম ছো’ বলি।
২:৫২: আমাদের বাংলায় দুটো জিনিস বেশি আছে। অনেক নদী আছে, তাই বন্যাও হত, এখন অনেক কমিয়ে দিয়েছি। আর বাংলায় আছে অনেক মন্দির। বিষ্ণুপুরের পুঁথি আমরা ডিজিটাইজ করেছি, বাংলার মানুষ শান্তিপ্রিয়, বাংলার নিজস্ব সংস্কৃতি আছে।
২:৫০: প্রফুল্ল সেন হুগলির মানুষ। উনাকে আরামবাগের গান্ধী বলা হত। উনি আমাকে ওনার বাড়িতে নিমন্ত্রণ করেছিল। এখানে বিদেশি দেশগুলোর অনেক কিছু আছে চন্দননগর ঘিরে। নবদ্বীপে ইসকনের জন্য জমি দিয়েছি।
২:৪৮: তারকেশ্বর উন্নয়ন পরিষদ আমরা তৈরি করেছি। এখানে মন্দিরের সংস্কার করা হয়েছে। চন্দননগরের আলোর হাব, মিষ্টির হাব, তাঁতিদের জন্য হাব তৈরি করা হয়েছে। আমাদের সরকারের প্রচুর শাড়ি, জামা কাপড় লাগে। আগামী তিন বছরের অর্ডার তাঁতিদের দিয়েদিয়েছি আগাম। আমি চাই সরকারি অর্ডার নিয়েই তাঁতিরা বেঁচে থাকুক।