রাজ্য বিভাগে ফিরে যান

এবার জিতবেন দিদিই, আভাস নন্দীগ্রামের চায়ের আড্ডায়

April 3, 2021 | 2 min read

প্রধানমন্ত্রীর ‘এক্সিট পোলে’র একেবারে উল্টো সুর নন্দীগ্রামে (Nandigram)। শুক্রবার নন্দীগ্রাম-১ ও ২ ব্লকের চায়ের দোকান থেকে পাড়ার মোড়, সর্বত্র প্রায় একটাই কথা, মোদিজি ভুল বুঝেছেন। জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। মার্জিন কমপক্ষে ২৫ হাজার। অবশ্য তৃণমূল নেতৃত্বের দাবি, মার্জিন হবে আরও অনেক বেশি। এই আত্মবিশ্বাসের কারণ নন্দীগ্রাম-১ ব্লকে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩০টি বুথে বিজেপি পোলিং এজেন্টই বসাতে পারেনি। তা নিয়ে বিজেপি হইচইও করেনি। কারণ ওই এলাকায় ওদের এজেন্ট হওয়ার লোকই ছিল না।

শুক্রবার সকাল থেকেই নন্দীগ্রামের বহু জায়গায় বিজেপির (BJP) বিরুদ্ধে হাঙ্গামার অভিযোগ উঠেছে। গোকুলনগরে ২৪২ নম্বর বুথের তৃণমূলের দুই পোলিং এজেন্টকে বাড়িতে ঢুকতে দেয়নি। পারুলবাড়ি ও বাসুলিচকে দুই তৃণমূল কর্মীর বাড়িতেও হামলা চালিয়েছে। গোকুলনগরে পার্টি অফিসে হামলা চালানোর পাশাপাশি পুকুর থেকে মাছ তুলে নিয়েছে। হতাশা থেকেই বিজেপি তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। কেন্দামারি-জালপাই পঞ্চায়েতে ২৬টির মধ্যে ১৫টি, দাউদপুরে ছ’টি, কালীচরণপুরে চারটি, মহম্মদপুরে ছ’টি বুথে বিজেপির কোনও পোলিং এজেন্ট ছিল না। ভোটাররা রাত পর্যন্ত ভোট দিয়েছেন। সংখ্যালঘু ভোটারদের স্বতঃস্ফূর্ততা ছিল ব্যাপক। নন্দীগ্রামের মাটিতে পদ্মফুলের ভরাডুবি নিশ্চিত বলে দাবি করেছেন চর কেন্দামারির যুবরাজ দাস, সুনির্মল পানি, সুভাষ জানারা। কেন্দামারি-জালপাই এলাকায় কাছারি প্রাইমারি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রের তৃণমূলের এজেন্ট ছিলেন রাম বায়েন। তিনি বলেন, শুধুমাত্র এই পঞ্চায়েত থেকে আমাদের কমপক্ষে সাড়ে ৭ হাজার লিড থাকবে।

এদিন টেঙ্গুয়া মোড়ে একটি চায়ের দোকানে বসে ভোট পরবর্তী চর্চায় ডুবেছিলেন স্নেহাংশু মান্না, স্বপন পণ্ডিত, দুলাল মাইতিরা। তাঁরা বলেন, নন্দীগ্রাম-১ থেকেই মুখ্যমন্ত্রী কমপক্ষে ৩০ হাজার ভোটের লিড পাবেন। নন্দীগ্রাম-২ ব্লকে সিপিএম ভালো ভোট পাবে। তাই তৃণমূল ও বিজেপির ভোটের পার্থক্য খুব একটা থাকবে না। সুতরাং জয়-পরাজয় নিশ্চিত হবে নন্দীগ্রাম-১ ব্লক থেকেই। বিজেপির জেলা সহ সভাপতি প্রলয় পালের দাবি, শুভেন্দুবাবু বড় মার্জিনে জয়ী হবেন।

নন্দীগ্রাম-১ ব্লক কার্যালয়ে বসে ভোট পরবর্তী রিপোর্ট সংগ্রহ করছিলেন তৃণমূলের (Trinamool) ব্লক সভাপতি স্বদেশ দাস। বললেন, ‘মুখ্যমন্ত্রীর জয় ১০০ শতাংশ নিশ্চিত। সবক’টি বুথে আমাদের এজেন্ট ছিল। আমরা ৭০টি জায়গায় এজেন্ট বসাতে পারিনি বলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ভুলভাল বলেছেন। হারের আতঙ্ক ঢাকতে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা। ওঁর অভিনয় নন্দীগ্রামের মানুষ বুঝে গিয়েছেন। উনি সম্ভবত মোদি-শাহ জুটির তৈরি করে দেওয়া স্ক্রিপ্টে অনুযায়ী কথা বলছেন। কিন্তু ২মে উনি কী সাফাই দেবেন, সেটাই ভাবছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nandigram, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন