ভোটের মুখে বিহার থেকে শিলিগুড়িতে আসছে পিস্তল
বিধানসভা ভোটের(WestBengalElections2021) মুখে বিহার(Bihar) থেকে আগ্নেয়াস্ত্র(Arms) আসছে শিলিগুড়িতে(Siliguri)। শনিবার রাতে দু’টি সেভেন এমএম পিস্তল, তিনটি ম্যাগজিন, একটি পাইপগান ও আটরাউন্ড গুলি সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পর পুলিস এমনই অনুমান করছে। একইসঙ্গে পুলিস জানিয়েছে, ভোটের ময়দানে সক্রিয় হয়ে উঠেছে পুরনো দুষ্কৃতীরা। এ জন্য বাউন্ড-ডাউন ও ওয়ারেন্ট কার্যকরী করার ক্ষেত্রে জোর দিয়েছে পুলিস। তারা এ ব্যাপারে প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
আগামী ১৭ এপ্রিল এখানে ভোট। এ জন্য শহরে নজরদারি বাড়িয়েছে পুলিস। তারা শনিবার রাতে ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির দু’টি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভক্তিনগর থানার সেভক রোডে একটি হোটেলের সামনে নম্বর প্লেটহীন একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সেভেন এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ছ’রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতের নাম খোকন সরকার। শিলিগুড়ির জোতিনগর এলাকায় তার বাড়ি।
শিলিগুড়ির এসিপি (পূর্ব) শুভেন্দর কুমার বলেন, সোর্স মারফৎ খবর পেয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পুরনো কিছু মামলাও রয়েছে।
ওই রাতেই আশিঘর ফাঁড়ির পুলিস অভিযান চালিয়ে সশস্ত্র আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শুভজিৎ বিশ্বাস ও শম্ভু দাস। শান্তিনগরে শুভজিতের বাড়ি। তার কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, ম্যাগজিন ও দু’রাউন্ড গুলি মিলেছে। ঘোগমালিতে শম্ভর বাড়ি। ধৃতের কাছ থেকে একটি পাইপগানও মিলেছে। শিলিগুড়ি এসিসি (পূর্ব) বলেন, ঘটনার প্রাথমিক তদন্তের মনে হচ্ছে, ধৃতদের সঙ্গে অপরাধ জগতের সম্পর্ক অনেক দিনের। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তের পর পুলিস ও গোয়েন্দাদের একাংশের বক্তব্য, ভোট আসতেই পুরনো দুষ্কৃতীরা সক্রিয় হয়ে উঠেছে। সম্ভবত চমকে, ধমকে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির উদ্দেশ্যে তারা ময়দানে নেমেছে। এ জন্য তারা সম্ভবত বিহার থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে। এরআগে মাটিগাড়া, প্রধাননগর থানা এবং খালপাড়া ফাঁড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে বিহারের যোগসূত্র মিলেছে। এসিপি (পূর্ব) বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিহার থেকে আসতে পারে। সম্ভবত শিলিগুড়ির বাইরে অস্ত্রের হাতবদল হচ্ছে। পাশাপাশি শহরে নাকাতল্লাশি অভিযান, পুলিসি টহলে জোর দেওয়া হয়েছে।