কলকাতা বিভাগে ফিরে যান

বিজেপির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত তৃণমূলের

April 5, 2021 | < 1 min read

সাংবাদিক বৈঠকে কয়লা মন্ত্রীর পদত্যাগের দাবি করল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘বিজেপি কাল সাংবাদিক বৈঠকে বলেছে তৃণমূল নেতা কোলিয়ারি থেকে ৯০০ কোটি টাকার হপ্তা নিয়েছে। কোলিয়ারির দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী। এতো বড় কেলেঙ্কারিতে তো কয়লা মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।’

তিনি আরো বলেন, ‘তৃণমূল নেতারাই যদি এই টাকা নেন তাহলে কেন্দ্রীয় নেতারা কতো টাকা নিয়েছেন।’

মন্ত্রী এদিন বলেন, ‘আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। ভোটের আগে মুখ্যমন্ত্রীর নামেও ওরা মিথ্যে কেস দিয়েছিল। আমাদের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।’

কাল বিজেপির কয়লা কেলেঙ্কারিতে তৃণমূলের নাম জড়িয়ে সাংবাদিক বৈঠকের ভিত্তিতে তৃণমূল ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মন্ত্রী ব্রাত্য বসু।

বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘বিজেপি এতো বড় ওয়াশিং মেশিন যে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের দিয়ে সাংবাদিক সম্মেলন করাচ্ছে।’

তিনি বলেন, ‘বিজেপি মানুষের সমর্থন হারিয়েছে। কেন্দ্রীয় নেতাদের সভায় লোক পাওয়া যাচ্ছে না। তাই কেন্দ্রীয় সভাপতিকে পদযাত্রা বাতিল করতে হল।’

মজার ছলে মন্ত্রী এও বলেন, ‘টালিগঞ্জে সভাপতির পদযাত্রা আছে, আমরা আমাদের বিধায়ককে বলেছি কিছু লোককে ভাড়া দিতে।’

এর পরে ফোন রেকর্ডিং ফাঁসের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রীর সাথে স্থানীয় নেতার রেকর্ডিং যেমন স্থানীয় নেতা ফাঁস করেছিলেন, সেদিনই বিজেপির আরো দুই নেতার রেকর্ডিং ফাঁস হয়। তাহলে সেই রেকর্ডিং ওই নেতাদের মধ্যেই কেউ ফাঁস করেছিলেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #criminal case

আরো দেখুন