দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

নিজের গড়েই ২৪৩ বুথে এজেন্ট দিতে পারেননি শুভেন্দু? চলছে জোর জল্পনা

April 5, 2021 | < 1 min read

শাক দিয়ে নাকি মাছ ঢাকা যায় না। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে যোগ দেওয়ার পরে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে জোর গলায় ঘোষণা করেছিলেন, তারা দুই ভাই মিলে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সমস্ত বিধানসভা আসন থেকে তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবেন। কিন্তু শোনা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের মোট ১৬ বিধানসভা আসন প্রথম দুই দফার ভোট গ্রহণের সময় মোট ২৪৩ বুথে বসানোর মত পোলিং এজেন্ট খুঁজে পায়নি বিজেপি। যার মধ্যে নাকি সবথেকে বেশি সংখ্যক বুথ নন্দীগ্রামে (Nandigram) এবং তার ঠিক পরেই রয়েছে অধিকারীদের গড় বলে পরিচিত দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকায়।

বিজেপির কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বের সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত ৫১ বুথে এবং নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত ৬১ বুথে বসানোর মত কোন পোলিং এজেন্ট নাকি খুঁজে পায়নি শুভেন্দু অধিকারী অথবা তাঁর দল বিজেপি।

এখন ও শোনা যাচ্ছে যে এই ব্যাপারে নাকি পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বের রিপোর্ট তলব করেছে বিজেপি (BJP) রাজ্য নেতৃত্ব। দিন যত এগিয়েছে, বার হচ্ছে নতুন তথ্য। বিজেপির নেতারা নাকি শুভেন্দুর নানান দাবি নিয়ে প্রশ্ন তোলাও শুরু করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #bjp, #suvendu adhikari

আরো দেখুন