উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মোদী যতদূর গেছে, ট্রাম্পও ততদূর যায়নি, কালচিনি থেকে বিজেপিকে আক্রমণ মমতার

April 6, 2021 | 2 min read

আজ হাওড়া, হুগলী এবং দক্ষিণ ২৪ পরগনায় চলছে তৃতীয় দফার নির্বাচন। কিন্তু প্রচার চলছে পরবর্তী দফার ভোটের জন্য। চতুর্থ দফার প্রচারে আজ উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলার কালচিনি এবং কোচবিহার জেলার মাথাভাঙা ও মেকলিগঞ্জে জনসভা তৃণমূলনেত্রীর।

লাইভ আপডেট

১২:৪৬: ভয় পাবেন না, কেন্দ্রীয় বাহিনী একদিন থাকবে, ৩৬৫ দিন আমরা থাকবো, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন।

১২:৪৪: ওরা সব বেচে দিচ্ছে, আমরা বাংলায় কিছু বেচতে দেব না। NPR, NRC করতে দেব না।

১২:৪২: খেলা হবে, জিততে হবে। মোদী হারবে, অমিত শাহ হারবে। মোদী বিনা পয়সায় রান্নার গ্যাস দেবে বলেছিল, এখন গ্যাসের দাম ৯৫০ টাকা। ওদের বলুন, দিদি যদি বিনা পয়সায় চাল দেয়, ওদেরও বিনা পয়সায় গ্যাস দিতে হবে।

১২:৪০: পাহাড়ে, তরাই ডুয়ার্সে এখন শান্তি এনেছে আমাদের সরকার। পাহাড়ে আমরা দাঁড়াচ্ছি না, আমাদের বন্ধুরা দাঁড়াচ্ছে। কিন্তু সমতলে আপনারা সবাই তৃণমূলকে ভোট দিন।

১২:৩৮: আমরা জিতলে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেবো। সমস্ত জনজাতি আর উপজাতিদের উন্নয়ন করবো আমরা। এটা দিল্লির ভোট নয়, বাংলার ভোট। আমার সব প্রার্থীকে জেতালে আমি সরকার গড়তে পারব। সব সুবিধা দিতে পারব।

১২:৩৬: চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, খাবার সব বিনামূল্যে। বন্ধ চা বাগানের শ্রমিকদের আমরা পনেরশো টাকা দিই। আমাদের সরকার জিতলে আমরা কখনো রেশনের জন্য টাকা নেব না, আপনাদের দরজায় খাদ্য পৌঁছে যাবে। তপশিলি জাতি ও উপজাতি মানুষদের ৬০ বছরের পর আমরা হাজার টাকা করে পেনশন দিই। এবার মা বোনেদের ৫০০ থেকে হাজার টাকা হাত খরচা দেব।

১২:৩৪: নরেন্দ্র মোদী এতদূর গেছে, ট্রাম্প‌ও এতদূর যায়নি। সবকিছু টিভি চ্যানেলে দেখাচ্ছে। আমি মিডিয়াকে বলব আপনারা দেখান কিভাবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করছে।

১২:৩২: মা বোনেরা যদি দেখেন আপনাদের কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে, তাহলে রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করুন। নির্বাচন কমিশন যদি এতই ভালো হয়, তাহলে কি করে সাত-আটটা খুন হলো, তৃণমূলের চারজন মারা গেছে। কই পঞ্চায়েতে তো এত হয়নি আর তোমরা পঞ্চায়েতকে এত গালি দাও।

১২:৩০: আমি নির্বাচন কমিশনকে আবেদন করছি, আপনারা দেখুন কেন্দ্রীয় বাহিনী কিভাবে তৃণমূলের প্রার্থীদের মারছে। খানাকুলের প্রার্থী প্রহৃত হয়েছেন, সুজাতা মন্ডল প্রহৃত হচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী মানুষকে বলছে বিজেপিকে ভোট দিতে।

১২:২৮: আমি আদিবাসীদের জন্য উন্নয়ন পরিষদ বানিয়ে দেব। আজ ৩১ টা আসনে ভোট হচ্ছে, বিজেপি হারছে। দেশের প্রধানমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলে।

১২:২৭: চা বাগানে আমরা তিন লক্ষ বাড়ি বানিয়ে দিচ্ছি। আগে শ্রমিকরা ৬৭ টাকা পেত মজুরি হিসেবে, এখন ২০২ টাকা পায়। বিজেপির মন্ত্রী এসে বলেছিল সাতটা চা বাগান খুলে দেবে, করেনি। বরং আমি পাঁচটা চা বাগান খুলে দিয়েছি।

১২:২৫: আলিপুরদুয়ার জেলা আমি বানিয়েছি। এখানে যাদের লিজের জমি ছিল, সবাইকে দলিল দিয়েছি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, ক্লাস্টার হয়েছে, গ্রামীণ হাব হয়েছে। বিশ্ববিদ্যালয় আর কলেজ হয়েছে। বাড়ি বাড়ি পাইপে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Kalchini, #West Bengal Elections 2021

আরো দেখুন