রাজ্য বিভাগে ফিরে যান

স্ত্রী আক্রান্ত, ভাবলেশহীন সৌমিত্র, পাল্টা দিলেন সুজাতাও

April 6, 2021 | 2 min read

আক্রান্ত সুজাতা মণ্ডল। কিন্তু ভাবলেশহীন সৌমিত্র। সুজাতার অভিযোগ খারিজ করে সৌমিত্রের দাবি, ‘তৃণমূলের উপর দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ গ্রামবাসী। আর সেই কারণেই এই ঘটনা।’ স্বামীর মুখে এই কথা শুনে কার্যত তেলেবেগুনে জ্বলে উঠলেন সুজাতা। আহত সুজাতা কান্না জড়ানো গলায় জানালেন, ‘ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। আসলে যে দলের সঙ্গে উনি রয়েছে, তাদের থেকে এই ব্যবহারই আশা করা যায়।

মঙ্গলবার বঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় আরামবাগের আরান্ডি গ্রামে আক্রান্ত হন সুজাতা মণ্ডল। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। কান্না জড়ানো গলায় একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে সুজাতা বলেন, আরান্ডিতে ২৬৩ এবং ২৬৩ এ বুথে মানুষদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে মা, বোনেদের শরীর থেকে কাপড় খুলে নেওয়া হচ্ছিল। মহিলাদের রাত্রিতে ধর্ষণের হুমকি দিচ্ছিল BJP কর্মীরা। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে চ্যালা কাঠ দিয়ে মেরেছে। মাথা ফাটিয়ে দিয়েছে। পায়ে, কোমরে পিঠে মেরেছে।’ এদিন মোদী, অমিত শাহকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘আমি একা নারী লড়াই করছি। মোদী-অমিত শাহের এত ভয় যে দুষ্কৃতি লাগিয়ে আমাকে মারার চেষ্টা করা হচ্ছে। ওনারা আমার কাছে ভিক্ষা করতে পারতেন।’

এদিকে আক্রান্ত হওয়ার পর সুজাতা BJP-র দিকে অভিযোগের আঙুল তুললেও এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে ফোনে সৌমিত্র খাঁ বলেন, ‘তৃণমূল কংগ্রেসের লোকেরা ভোট চুরি করছে। তার জেরেই এটা গ্রামবাসীদের ক্ষোভের বহি:প্রকাশ। তৃণমূলের লোকেরা আমাদের কর্মীদের উপর মারধর করছেন। তৃণমূল যা অত্যাচার করেছে, মানুষ আজ তার প্রত্যুত্তর দিচ্ছে।’

এই মন্তব্যে কার্যত জ্বলে ওঠেন সুজাতা। তিনি বলেন, ‘ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। যে দলের সঙ্গে রয়েছেন তাদের মতোই তো কথা বলবেন।’ কান্না জড়ানো গলায় সুজাতা বলেন, ‘শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তৃণমূলের জন্য লড়াই করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Sujata Mondal Khan, #bjp, #soumitra khan

আরো দেখুন