উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

যত খুশি ভ্যাংচান, গায়ে ফোস্কা পরবে না, শীতলকুচি থেকে মোদীকে কটাক্ষ মমতার

April 7, 2021 | 3 min read

চতুর্থ দফার নির্বাচনের প্রচার এখন শেষ লগ্নে। এরই মধ্যে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন মমতা। মানুষের দরবারে প্রচারের ঝড় তুলছেন তৃণমূলনেত্রী। আজ উত্তরবঙ্গে প্রচার শেষ করে কলকাতার উপকণ্ঠেও মানুষের দরবারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলার শীতলকুচিতে প্রথম জনসভা তৃণমূলনেত্রীর। এরপর বিকেলে যাদবপুর এবং টালিগঞ্জেও সভা করবেন তিনি।

লাইভ আপডেট

২:৩৫: বিজেপি কিছু বললে বলবেন জয় বাংলা, বিজেপি হঠাও বাংলা বাঁচাও, গুন্ডা হঠাও, বাংলা বাঁচাও, বন্ধুক হঠাও, বাংলা বাঁচাও।

২:৩৩: আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন, সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমি নির্বাচন কমিশনকে বলবো অসম আর বাংলাদেশ বর্ডার সিল করুন যাতে কেউ ঢুকতে না পারে।

২:৩১: যে ভয় পাচ্ছে, সে এজেন্ট হবে না। আমার মেয়েরা এজেন্ট হবে দরকার হলে। মেশিন খারাপ হলে অপেক্ষা করবেন। টাকা দিলে নিয়ে নিবেন কারণ ওটা আপনার টাকা, তারপর ভোটের বাক্সে উল্টে দেবেন।

২:২৯: ওরা চায়না মা-বোনেরা ভোট দেয়। ওরা সিআরপিএফ দিয়ে ভয় দেখাবে। বলবে ভোট দেনা মানা হ্যায়। ভোটটা দিতে হবে না বলে অসমের মত ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। ১৪ লক্ষ মানুষকে ওরা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। তাদের কোনো ভবিষ্যৎ নেই। ওরা ভয় দেখাবে, কিন্তু রুখে দাঁড়াবেন, ছবি তুলে রাখবেন মোবাইলে।

২:২৭: আমার মাইক খারাপ করে দিলেও বিজেপি কিছু করতে পারবে না। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। কোচবিহার থেকে ৯টা আসনের ৯টা দিন, কোচবিহারের কাছে থাকবে ঋণ। আমার সব প্রার্থী জিতলেই আমি সরকার গড়তে পারব।

২:২৫: আমরা এখনও পর্যন্ত ১ কোটি ৩২ লক্ষ চাকরির ব্যবস্থা করে দিয়েছি ক্ষুদ্র শিল্পে, কয়েক লক্ষ সরকারি চাকরি‌ও দিয়েছি, আগামীদিনেও ৫ লক্ষ চাকরির ব্যবস্থা করে দেব।

২:২৩: ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য আমরা ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো, সরকার জামিনদার থাকবে। সবাই নামি-দামি কলেজে পড়তে পারবে।

২:২১: চাষিরা আগে ৫ হাজার টাকা পেতেন, এবার ১০ হাজার টাকা পাবেন, এক একর জমি থাকলে। প্রত্যেক চাষিরা ৫ হাজার টাকা করে পাবেন। বিনা পয়সায় স্কুল পড়ুয়াদের স্কুলের ব্যাগ, জামা-কাপড়, জুতো, বই-খাতা দিই আমরা। বিশেষভাবে যারা সক্ষম, তাদেরও আমরা পেনশন দিই।

২:১৯: ASHA, ICDS-এর মেয়েরা খুব ভালো কাজ করেন, তাদের হাতে পয়সা থাকে না। নরেন্দ্র মোদী নোট বন্দি করে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিয়েছে, আমি আবার তৈরি করে দেব। ৫০০ থেকে হাজার টাকা দেব প্রতিমাসে।

২:১৭: কোভিডের সময় বিনা পয়সায় খাদ্য, চিকিৎসা দিয়েছি। পরিযায়ীদের জন্য ৩০০ ট্রেন ভাড়া করে ফিরিয়ে এনেছি, মে মাসে আমাদের সরকার জিতলে সারা জীবন বিনা পয়সায় রেশন পাবেন, নিজের বাড়িতে। স্বাস্থ্যসাথী বাড়ির মেয়েদের নামে। তাদের ক্ষমতায়ন করা হয়েছে। AIIMS-এও এই কার্ড চলবে।

২:১৫: আমরা তপশিলি বন্ধুদের ৬০ বছরে পেনশন দিই। বিধবা ভাতা দিই। খাদ্যসাথী, ট্যাবের ১০ হাজার টাকা, সাইকেল দিই। যাদের হয়নি, তারা দুয়ারে সরকারে করিয়ে নেবেন। আমি ৫৫৫০ টা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম, মানুষের দরজায় দরজায় পৌঁছে যাব।

২:১৩: কোচবিহারের এয়ারপোর্ট আমরা বানিয়েছি, কোচবিহারকে হেরিটেজ টাউন বানিয়েছি। মদনমোহন মন্দির থেকে সব মন্দির সংস্কার করেছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আর নরেন্দ্র মোদী গ্যাসের দাম বাড়িয়েছে। কই কোথায় গেল উজ্জ্বলার বিনা পয়সার গ্যাস?

২:১১: ওদের জিজ্ঞেস করুন কেন মানুষ ওদের ভোট দেবেন? ওরা স্বাস্থ্য দিয়েছে? খাদ্য দিয়েছে? সংস্কৃতি দিয়েছে? আগেরবার আমাদের নামে মিথ্যা কথা বলে হারিয়ে দিল। ওরা উত্তরবঙ্গে গুন্ডামি করে, কি করে না ভোটের পর? এমন অবস্থা, যে যার নামে কেস ছিল, তাকে এমপি করে সব কেস চলে গেছে। এরপর সেই এম‌এল‌এ হওয়ার জন্য দাঁড়িয়েছে?

২:০৯: মোদি এখানে এসে বলছে সুনার বাংলা গড়বে। সোনা বলতে পারেনা, বাংলা বলতে পারেনা। আপনি আমাকে যত খুশি ভ্যাংচান, আমার গায়ে ফোসকা পরবে না।

২:০৭: আমরা রাজবংশী অ্যাকাডেমি করেছি, কামতাপুরীদের জন্য করেছি। আমরা রাজ্য পুলিশের নারায়ণী ব্যাটেলিয়ান তৈরি করেছি , যা কোচবিহারের মানুষের বহু দিনের দাবী ছিল। প্রধানমন্ত্রী এসে বলেছে ভোটের পর করে দেবো, কিন্তু RTI বলছে কেন্দ্রীয় সরকার এরকম কোনরকম পদক্ষেপ আজ পর্যন্ত করেনি। তাহলে কি করে করবে? প্রধানমন্ত্রীর মিথ্যে বলে লোক হাসাচ্ছে।

২:০৫: আমরা নবান্ন, সৌজন্য, একান্ন তৈরি করেছি। আমরা কন্যাশ্রী করেছি, যা বিশ্বখ্যাত। আমরা রূপশ্রী করেছি, শিক্ষাশ্রী করেছি। রাজবংশী স্কুলগুলোকে অনুমোদন দিয়েছি, শিক্ষকরা এখন মাইনে পাবে, ছাত্র-ছাত্রীরা সবকিছু পাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Sitalkuchi, #Mamata Banerjee

আরো দেখুন