রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় নেতাদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি তৃণমূলের

April 7, 2021 | < 1 min read

‘স্বরাষ্ট্র মন্ত্রী অমানবিক, অসংবেদনশীল’। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এভাবেই অমিত শাহকে বিঁধলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray)।

সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহের (Amit Shah), একটি ভিডিও দেখান হয়, যেখানে অমিত শাহ ছত্রিশগড়ে আহত জওয়ানদের দেখে হাসতে হাসতে বেরোচ্ছেন। সাংসদ বলেন, ‘এতো মর্মান্তিক ঘটনায় হাসি পাচ্ছে ওনার? যারা দেশের জন্যে প্রাণ দিচ্ছে তাঁদের এই প্রাপ্য?’

উত্তরপ্রদেশের বিজেপির (BJP) সাধারণ সম্পাদক সুনীল বনসল করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় সাংসদ বলেন, ‘সুনীল বাবু নিজে টুইট করে বলেছেন এ কদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তারা যেন সামাজিক বিধি মেনে চলেন, যোগী কালই ওনার সাথে সভায় ছিলেন, আজ তিনি উত্তরবঙ্গে সভা করছেন। সব চেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর এই রকম আচরণ মেনে নেওয়া যায় না।’

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ কেন্দ্রীয় নেতারা গোটা দেশ থেকে রাজ্যে আসছেন। তাঁদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করছে না কেন কমিশন? নির্বাচন কমিশনের নিজস্ব কিছু করোনা বিধি আছে কেন্দ্র ও রাজ্যের সাথে। সেগুলো যাতে ঠিক করে মানা হয় তা দেখা নির্বাচন কমিশনের কর্তব্য।’

TwitterFacebookWhatsAppEmailShare

#sukhendu sekhar roy, #Trinamool Congress, #covid19, #bjp

আরো দেখুন