কেন্দ্রীয় বাহিনী ভালো কাজ করলে এত খুন কেন, কোচবিহার থেকে প্রশ্ন মমতার
তৃতীয় দফার ভোট তখনও শেষ হয়নি। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কুচবিহারের(Coochbehar) সভায় বসে দাবি করলেন, ‘৩১টি সিটে ভোট চলছে। সকাল থেকে খবর পাচ্ছি বিজেপি(BJP) হারছে।’ তার পরেই স্বকীয় ভঙ্গিতে তোপ দাগলেন প্রধানমন্ত্রীকে। আজ ফের ‘মিথ্যেবাদী’ বললেন তাঁকে।
তাঁর কথায়, ‘দেশের প্রধানমন্ত্রী মিথ্যে বলছে, সাধারণ মানুষ কী করবে। আমাকে ভেঙিয়ে যাচ্ছে। ২১ জন জওয়ান মারা গেল কোনও ভ্রুক্ষেপ নেই। কোটি কোটি টাকা ওড়াচ্ছে বিজেপি। ভোটের আগে পয়সা বিলোচ্ছে। নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গিয়েছেন।’
ছাড়লেন না বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও। সোমবার শ্রীরামপুরে সভা করার কথা ছিল নাড্ডার। মাঠ ফাঁকা থাকায় ফিরে যেতে হয় তাঁকে। মমতার দাবি, ‘সভা করতে এসেছিলেন জে পি নাড্ডা। দেখেছেন লোক নেই। তখনই দিল্লি ফিরে গিয়ে বৈঠক করেছেন। এর পরেই সিআরপিএফ–কে নির্দেশ দিয়েছেন এভাবে অত্যাচার চালানোর।’
এর পর আবারও তিনি আঙুল তুললেন কেন্দ্রীয় বাহিনীর দিকে। তাঁর মতে, প্রথম দুই দফার মতো তৃতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোট লুঠ করছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের হস্তক্ষেপও চাইলেন তিনি।
মমতার কথায়, ‘নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী যদি ভালো কাজ করে তবে কেন সাত আটটা খুন হয়ে গেল ভোট চলাকালীন। বিজেপি–র গুন্ডারা বাইরে থেকে এসে হুজ্জুতি করছে। খানাকুলের প্রার্থী নাজমুলকে মারা হয়েছে। শওকত মোল্লাকে বলছে বুথে ঢুকতে দেবে না। চালাকি হচ্ছে! গুন্ডামি করে ভোটে জেতা যায় না।’