কোভিড ভ্যাক্সিনের মনোপলি নিয়ে প্রশ্ন তুললেন মমতা
দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ৪৫ বছর ও ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাজ্যে ভোট শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনের কাছে রাজ্যের সব ভোটারদের টিকা দেওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাতে ভোটের লাইনে সংক্রমণ না ছড়ায়। কিন্তু অনুমোদন দেয়নি কমিশন। কেন্দ্রের তরফেও ফেরানো হয়েছে সেই আর্জি।
এবার বেহালায় নির্বাচনী প্রচারে গিয়ে এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী।
জনসভায় তিনি বলেন, ‘আমি মোদীকে চিঠি লিখে বলেছিলাম, আপনাকে পয়সা দিতে হবে না। আপনারা আমাদের অনুমতি দিন, আমি সব জনসাধারণকে কোভিডের টিকা (Covid Vaccine) দেবো। কিন্তু ওরা দেয়নি। এর পিছনে কোনও না কোনও কারণ আছে। আমি খুঁজে বের করবই সেই কারণ।’
ভ্যাক্সিন তৈরির ক্ষেত্রে মনোপলি নিয়েও প্রশ্ন তোলেন মমতা। জিজ্ঞেস করেন, ‘কেন একটা মাত্র কোম্পানির ওষুধ কেনা যাবে? একচেটিয়া অধিকার! আমি এগুলো বুঝিনা। আমিও কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম।’
তীর্যকভাবে বিজেপিকে (BJP) দুর্নীতির দোষে দুষলেন মুখ্যমন্ত্রী।