রাজ্য বিভাগে ফিরে যান

নাগরিকত্ব রক্ষার আশ্বাস দিয়েই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

April 9, 2021 | < 1 min read

আজ চৈত্র মধুকৃষ্ণা ত্রয়োদশীর দিন হরিচাঁদ ঠাকুরের (Sri Sri Harichand Thakur) জন্মতিথিতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবছর থেকে চৈত্র মধুকৃষ্ণা ত্রয়োদশীর দিন হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার, জানান মুখ্যমন্ত্রী। মতুয়া (Matua) সম্প্রদায়ের উন্নয়নে বাংলার সরকার বদ্ধ পরিকর, জানান মুখ্যমন্ত্রী।

গাইঘাটায় হরিচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরির কাজ চলছে, জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের গঠিত হয়েছে মতুয়া সংঘ বিকাশ পরিষদ। উল্লেখ্য, এই পড়শিদের জন্যে বরাদ্দ করা হয়েছিল ১০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, মতুয়াদের ঠাকুরবাড়িকে একটি পর্যটনের স্থান হিসেবে উন্নয়ন করা হচ্ছে।

এদিন তিনি আবারও বলেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষরা ভারতও নাগরিক এবং কেউ এই অধিকার তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।

এছাড়াও সরকারের পাঠ্যপুস্তকেও হরিচাঁদ ঠাকুরের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে তেহট্ট মহকুমার একমাত্র স্টেডিয়াম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার নাম রাখা হয়েছে হরিচাঁদ-গুরুচাঁদ ক্রীড়াঙ্গন।

TwitterFacebookWhatsAppEmailShare

#birth anniversary, #Sri Sri Harichand Thakur, #Mamata Banerjee

আরো দেখুন