রাজ্য বিভাগে ফিরে যান

হরিণঘাটায় বিজেপি প্রার্থীর ভাই তৃণমূলের প্রচারে, বিড়ম্বনা গেরুয়া শিবিরে

April 10, 2021 | < 1 min read

শুক্রবার হরিণঘাটায় (Haringhata) বিজেপি প্রার্থীর (BJP Candidate) ভাই (Brother) তৃণমূলের (Trinamool)হয়ে প্রচারে (Campaign) নামলেন। বিজেপি প্রার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকশিল্পী অসীম সরকারের (Asim Sarkar) ভাই শক্তি সরকার তৃণমূল প্রার্থী নীলিমা নাগ (Nilima Nag) মল্লিকের সমর্থনে এদিন প্রচার করেন। এর আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে তথ্য গোপনের অভিযোগ করেছিল তৃণমূল ও সিপিএম উভয় দলই। এবার প্রার্থীর নিজের ভাই বিজেপির প্রধান প্রতিপক্ষ তৃণমূলের হয়ে প্রচারে নামায় রাজনৈতিকভাবে কিছুটা হলেও, অস্বস্তিতে পড়েছে বিজেপি।

এদিন সন্ধ্যায় হরিণঘাটা শহরের ১৩ নম্বর ওয়ার্ড এবং দত্তপাড়া বাজার এলাকায় জোড়া সভা করেন শক্তি সরকার। তিনি বলেন, আমার দাদা দুটো বিয়ে করেছে। যে লোকটা পরিবার, স্ত্রী এবং ভাইদের প্রতি বঞ্চনা করেছেন, সেই লোকটা কিভাবে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখবেন! আমরা তৃনমূলটা ভালোবেসে করি। ও আমাদের সঙ্গে কোন যোগাযোগ রাখে না, খোঁজও নেয় না।

এই বিষয় তৃণমূলের হরিণঘাটা ব্লকের সভাপতি চঞ্চল দেবনাথ বলেন, পরিবারের লোকও বিজেপির বঞ্চনার কথা বুঝে গিয়েছেন। মানুষ, উন্নয়নের সঙ্গেই রয়েছে। আগামী ভোটে হরিণঘাটায় তৃণমূল ব্যাপক ভোটে জয়ী হবে। অন্যদিকে, বিজেপি প্রার্থী অসীম সরকার বলেন, ভাই যা খুশি বলুক, আমি তাতে রাগ করি না। লকডাউনের সময়েও ২০ লক্ষ টাকা ধার করে এনে ওকে দিয়েছি। সৎ সাহস থাকলে, জীবিত মা এবং বোনদের সামনে বসে বঞ্চনার কথা ওকে বলতে বলুন। মনে হয়, তৃণমূলের থেকে টাকা খেয়ে এসব বলছে। এসব করে কিছু হবেনা, মানুষ বিজেপিকে চাইছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP Vs TMC

আরো দেখুন