চতুর্থ দফার নির্বাচনে ঝড়ল রক্ত, কমিশনকে ‘শোকজ’ তৃণমূলের
‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ নয়।’
সাংবাদিক বৈঠকে নবারুণ ভট্টাচার্যের কবিতার লাইন দুটি উচ্চারণ করে শীতলকুচির ঘটনার তীব্ৰ নিন্দা করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন। কেন্দ্রীয়বাহিনীর গুলিতে আজ প্রাণ হারিয়েছেন ৪ জন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলায়, মুখ্যমন্ত্রীকে দু’বার শোকজ করেছে কমিশন। আজ আমরা কমিশনকে শোকজ করছি। কমিশন জবাব দিক, কেন চার-চারটে জলজ্যান্ত প্রাণ বিনা কারণে চলে গেল!’
এদিনকার সাংবাদিক বৈঠকে চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির ভাঙচুর প্রসঙ্গও আসে। তৃণমূলের তরফে ঘটনার একটি ভিডিও দেখানো হয়।
তাতে স্পষ্ট দেখা যাচ্ছে জানালার কাচ বাইরের দিকে পড়ছে। সাংসদ এবিষয়ে বলেন, ‘এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। জানালার কাচ ভেতর থেকে ভাঙা না হলে, কাচের টুকরো বাইরে পড়ত না।’
আরও একটি ভিডিও দেখানো হয় এদিন তৃণমূল ভবনে। তাতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর পোশাকে কিছু লোক তৃণমূলের ব্যানার, পোস্টার, ক্যাম্প রাতের অন্ধকারে তছনছ করছে। সাংসদ বলেন, ‘পুলিশের পোশাকে এরা কারা? বজবজ বিধানসভার মায়াপুরে কেন্দ্রীয় বাহিনী আমাদের ক্যাম্প ভেঙেছে। আমরা জানতে চাই, এদের এই নির্দেশ কে দিল? নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি নির্বাচন কমিশন?’
প্রশান্ত কিশোরের ভাইরাল অডিও ক্লিপ প্রসঙ্গে দোলা সেন বলেন, ‘যার ক্লিপ তিনি নিজেই টুইট করে সংবাদ মাধ্যমকে বলেছেন, একটা সম্পাদিত অংশ নয় পুরো প্রশ্নোত্তর পর্বটা দেখানো হোক। দয়া করে আপনারা সেটা করুন।’