দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

লকেটের গাড়ি ভাঙচুর? ক্যামেরায় ধরা পড়ল বিজেপি নেত্রীর মিথ্যাচার

April 10, 2021 | < 1 min read

চুঁচুড়ায় আক্রান্ত হলেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। লকেটকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন লকেট। সে জন্যই তাঁকে স্থানীয় বাসিন্দারা বাধা দেন।

শনিবার সকালে সাড়ে ১০টা নাগাদ চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথের ঘটনা। লকেট অভিযোগ করেছেন, ওই বুথে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিলেন। তিনি বাধা দিতেই তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকরা। এমনকী তাঁকে ও তাঁর দলের কর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেন লকেট। পরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।

কিন্তু একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে গাড়ির কাচ ভেতর থেকেই ভাঙা হয়েছে। দেখুন সেই ভিডিও:

ক্যামেরায় ধরা পড়ল বিজেপি নেত্রীর মিথ্যাচার। এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Locket Chatterjee, #West Bengal Elections 2021, #chuchura, #Car

আরো দেখুন