কলকাতা বিভাগে ফিরে যান

শীতলকুচির ঘটনার দায় নিয়ে পদত্যাগ করুন স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেপ্তার করা হোক দিলীপ ঘোষকে: তৃণমূল

April 11, 2021 | < 1 min read

‘কেন্দ্রীয় বাহিনীকে খুন করার অধিকার কে দিল?’ এভাবেই সাংবাদিক বৈঠকে শীতলকুচির ঘটনায় ক্ষোভ উগরে দিলেন, তৃণমূলের রাজ্যসভা সাংসদ, সুখেন্দু শেখর রায়(Sukhendu Sekhar Roy)। তিনি প্রশ্ন তোলেন, ‘যদি সত্যিই সেখানে কোন গন্ডগোল হয়ে থাকে তাহলে কাঁদানে গ্যাস লাঠি চার্জ হল না কেন? ক্লোজ রেঞ্জ থেকে গুলি কেন করা হল?’ নির্বাচন কমিশনের ওপর তোপ দেগে সাংসদ বলেন, ‘কমিশন বলেছিল সব বুথে ক্যামেরা লাগানো হবে। তাহলে ৪০ ঘন্টা পেরিয়ে গেলেও ওই ঘটনার কোন ভিডিও ফুটেজ প্রকাশ করা কেন হল না? ড্রোনের ছবিই বা নেই কেন? ‘

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে সাংসদ বলেন, ‘অমিত শাহ মিথ্যাচার করছেন। উনি বলেছেন শুধু চার জনের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি একজন যে নিহত হয়েছেন তাঁর কথা বলছেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৫ জনের নামই নিয়েছেন শহীদ হিসেবে সব জনসভায়।’

তিনি আরও বলেন, ‘শীতলকুচির ঘটনার দায় নিয়ে পদত্যাগ করুন স্বরাষ্ট্রমন্ত্রী। দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেছেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে। এরপরেও তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন?’

আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল (Sujata Mondal) বলেন, ‘বিজেপি দলিতদের প্রতি এতো দরদ দেখাচ্ছে তাহলে হাতরাসের মতো ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে? আমি একজন মহিলা আমাকে কেন সেদিন আরামবাগে বার বার বাঁশ নিয়ে তাড়া করা হল?’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #dilip ghosh, #Sitalkuchi, #Amit shah

আরো দেখুন