কলকাতা বিভাগে ফিরে যান

টিটাগড়ে রাজের সমর্থনে রোড শো জয়া বচ্চনের

April 11, 2021 | < 1 min read

ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সমর্থনে শনিবার রোড শো করলেন বলিউড তারকা জয়া বচ্চন (Jaya Bacchan)। তাঁর রোড শো জনস্রোতের আকার ধারণ করে।

এদিন বিকেলে টিটাগড়ের টানা গেট থেকে রোড শো শুরু হয়। তারপর টিটাগড়ের বিভিন্ন এলাকায় যান তিনি। রাজ চক্রবর্তী এবং জয়া বচ্চনকে দেখতে রাস্তার দু’ধারে মানুষের ভিড় উপচে পড়েছিল। হুডখোলা জিপের পিছনেও কাতারে কাতারে মানুষের ভিড়।

এদিন পানিহাটিতে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের সমর্থনে সভা করেন জয়া বচ্চন। সেই সভাতেও ভিড় উপচে পড়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Raj Chakraborty, #jaya bachchan

আরো দেখুন