‘আমাকে আটকানোর জন্য বেনজির সিদ্ধান্ত’ কমিশনকে তোপ মমতার
কোচবিহারে রাজনৈতিক নেতানেত্রীদের প্রবেশে নিষধাজ্ঞা জারি করেছে কমিশন। তার জেরে বাতিল হল মুখ্যমন্ত্রীর শীতলকুচি সফর। আজ আর শীতলকুচিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ব্যাক্তিদের পরিবারের সঙ্গে দেখা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
এই আবহে আজ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সরাসরি:
লাইভ আপডেট
১১:০০: আমি মানুষকে আবেদন জানাবো তারা যেন শান্ত থেকে ভোটটা দেন। ব্যালটের মাধ্যমে বুলেটের জবাব দেবেন।
১০:৫৮: এই নির্বাচনে পর পর কত খুন কত রক্ত। রবার বুলেট, টিয়ার গ্যাস, লাঠিচার্জ না করে গুলি চালানো কেন হল? আমরা তীব্র ধিক্কার জানাই।
১০:৫৬: শরীরের ঊর্ধাঙ্গে গুলি কেন চালানো হলো? নিন্মাঙ্গে কেন গুলি করা হলো না? তথ্য সবকিছু প্রমাণ করে দেবে। আমি খুব দুঃখিত। বিজেপির মুখপাত্রের মত কথা বলছে আধিকারিকরা।
১০:৫৫: আমি যদি আজ গিয়ে একটু এই পরিবারের পাশে দাঁড়াতে পারতাম, মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে পারতাম, তাহলে কি খারাপ হতো?
১০:৪৩: নজিরবিহীন ঘটনা। আমাকে আটকানোর জন্য এই নির্দেশিকা। ওই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চেয়েছিলাম আমি। আমাকে দেখা করতে দেয়া হলো না। বিজেপি কে খুশি করার জন্যই এই সিদ্ধান্ত। দেশে এই চলছে!
১০:৪২: আমি নন্দীগ্রামের সময় থেকে বলে আসছি, প্রার্থী হিসেবে দেখেছি, ওরা কিভাবে যা ইচ্ছা তাই করছে। নন্দীগ্রামে আমাদের এক কর্মী মারা গেছে।
১০:৪০: অকর্মণ্য প্রধানমন্ত্রী, অকর্মণ্য স্বরাষ্ট্রমন্ত্রী চালাচ্ছে অকর্মণ্য সরকার। কেন্দ্রীয় বাহিনী মানুষকে মারছে। আত্মরক্ষা? একটা পুলিশ দেখাও যে আহত হয়েছে! সব অধিকার ওরা কেড়ে নিয়েছে, আমার হাতে কোনও ক্ষমতা নেই।
১০:৩৯: গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হল নিরপেক্ষ নির্বাচন কমিশন। কিন্তু এখন গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হচ্ছে।
১০:৩৭: আজকে আমরা কালা দিবস ঘোষণা করেছি। সকলে কালো প্রতীক পরে বর্বরোচিত ঘটনার প্রতিবাদ করবে। এটা গণতন্ত্র। বাহিনীর কাছেই নির্দেশ থাকে গুলি করলেও কোমরের নিচে করত। CISF এর কোনো প্রশিক্ষণ নেই ভিড় সামলানোর। খুবই দুঃখজনক। এখন তথ্য গোপন করতে চাইছে।
১০:৩৪: এই লড়াই আমার একার নয়, আপনার সকলের। আমাদের ছেলেমেয়েরা সিদ্ধান্ত নিয়েছে একটা ফান্ড তৈরি করবে। দলের পক্ষ থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আশা করি সরকারের তরফেও ঘোষণা করবে। আমি বলতে পারব না নয়তো MCC ভায়োলেট হবে।
১০:৩২: আমাকে ৭২ ঘণ্টা আটকে দিল, আমি তার পরেই যাব। MCC এখন হয়ে গেছে মোদি কোড অফ কন্ডাক্ট। প্রচারও একদিন আগে শেষ করে দিচ্ছে। কারন ওরা জানে ১৩ তারিখ উত্তরবঙ্গে বিজেপির প্রচার শেষ। আমাকে প্রচার করতে দিতে চায় না।
১০:৩০: আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি। কিন্তু যা ঘটনা ঘটাচ্ছে রোজ। আমি কোচবিহারে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে আটকে দেওয়া হলো। আমি বিপদে-আপদে সবসময় মানুষের পাশে দাঁড়াই।
শীতলকুচিতে নিহতদের পরিবারের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বললেন মমতা
আমি আজকে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যেতে দেওয়া হলো না। বুথের সামনে বাহিনীর গুলিতে মারা গেল আর এখন নিয়ম করে তিনদিন যেতে দেবে না। আমি ১৪ তারিখ যাবো। এটা খুব অন্যায় হয়েছে। আপনাদের পরিবারের দায়িত্ব আমরা নেব। আপনারা অবশ্যই FIR করবেন।