হাবড়া ও দত্তপুকুরে মিঠুনের রোড শোতে বিশৃঙ্খলা
রবিবার দত্তপুকুর ও হাবড়ায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রোড শোকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও চরম অব্যবস্থার ছবি দেখলেন সাধারণ মানুষ। ক্ষুব্ধ মিঠুন শেষ পর্যন্ত হাবড়ায় নির্ধারিত রোড শো থেকে মাঝপথে নেমে চলে যান। রাস্তার দু’ধারে ভিড় জমানো অনেক মানুষ শেষ পর্যন্ত মিঠুনকে দেখতে না পেয়ে হতাশ হন। মিঠুনের এই আচরণে চরম বিড়ম্বনায় পড়েছেন হাবড়ার বিজেপি নেতৃত্বও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দত্তপুকুরের নিবাদুই স্কুলের মাঠে মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার নামে। হেলিকপ্টার নামার সঙ্গে সঙ্গে উৎসাহীদের ধৈর্যের বাঁধ ভাঙে। উপস্থিত জনতা বাঁশের ব্যারিকেড ভেঙে হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছে যান। চরম বিশৃঙ্খলার কারণে প্রায় ১০ মিনিট হেলিকপ্টারের মধ্যে বসে থাকতে বাধ্য হন ‘জাত গোখরো’ খ্যাত মিঠুন। ওই সময় নিরাপত্তা কর্মীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত নিবাদুই স্কুল মাঠ থেকে তিনি প্রায় তিন কিমি রোড শোতে অংশ নেন। মিঠুনকে দেখতে রাস্তার দুই দিকে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওই কর্মসূচি শেষ করে তিনি হাবড়ায় যান। হাবড়া শহরের চোংদা থেকে বাণীপুর পর্যন্ত প্রায় তিন কিমি রোড শো করার কথা ছিল। দুপুর আড়াইটে নাগাদ চোংদা পৌঁছনোর পর তিনি বিশ্রাম নিতে চান। চোংদা মোড় লাগোয়া এক ব্যক্তির দোতলা বাড়িতে তাঁর বিশ্রামের ব্যবস্থা করা হয়। কিন্তু ওই ঘরে মিঠুন আছেন, জানার পর জনতার ভিড় ভেঙে পড়ে। কয়েক হাজার মানুষ ওই বাড়ি ঘিরে ধরেন। যশোর রোডে তীব্র যানজট শুরু হয়। ঠেলাঠেলিতে অনেকে পড়ে গিয়ে জখম হন। শেষপর্যন্ত পরিস্থিতি বেগতিক বুঝে বাড়ির মালিক মিঠুন চক্রবর্তীকে ব্যালকনিতে এসে ভক্তদের শান্ত থাকার কথা বলার জন্য অনুরোধ করেন। শেষ পর্যন্ত ৩টে নাগাদ মিঠুন বাড়ির ব্যালকনি থেকে ভক্তদের প্রতি হাত নেড়ে প্রচার গাড়িতে উঠে পড়েন। কিন্তু ভিড়ের চাপে রোড শোর গতি শ্লথ হয়ে যায়। চোংদা মোড় থেকে কোনওরকমে জয়গাছি পর্যন্ত রোড শো করার পর গাড়ি থেকে নেমে যান মিঠুন। এরপর নির্ধরিত পথে চার চাকা গাড়ির ভিতরে বসেই হাবড়া ছাড়েন।
কিন্তু মিঠুন আসবেন শুনে বাণীপুর পর্যন্ত রাস্তার দু’ধারে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। মিঠুনকে দেখতে না পেয়ে তাঁদের অনেকেই ক্ষুব্ধ হয়ে বাড়ি ফেরেন। এদিন দত্তপুকুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, শীতলকুচির ঘটনায় ব্যথিত। চারজন মায়ের কোল খালি হয়ে গেল। কিসের জন্য, কার জন্য এই ঘটনা ঘটল? আমি কথা দিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে আর সন্ত্রাস ও হিংসা হবে না। কোনও দাঙ্গা বাংলাকে আর দেখতে হবে না। বিজেপির (BJP) বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব হালদার বলেন, জনপ্লাবন এইভাবে হবে আমরা ভাবিনি। সময়ের অভাবে মিঠুনদা চলে গিয়েছেন। তাঁকে দেখতে না পেয়ে অনেকে কষ্ট পাওয়ায় আমরা দুঃখিত।