দেশ বিভাগে ফিরে যান

করোনার জেরে মৃত্যুমিছিল গুজরাতে, ঘি-এর বদলে চিতা জ্বলছে কেরোসিনে

April 12, 2021 | < 1 min read

হিন্দু ধর্ম মতে চিতা জ্বালিয়ে মৃত ব্যক্তিকে ইহলোক থেকে পরলোকে পাঠানো হয়। এই পবিত্র চিতায় সাধারণত চন্দন কাঠ, ঘি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু গুজরাতের (Gujarat) সুরাটে ধরা পড়ল এক নির্মম চিত্র। সেখানে ঘি-এর বদলে ব্যবহার করা হচ্ছে ডিজেল, কেরোসিন। ঘটনাটি ঘটছে সুরাটের রামনাথ ঘেলা শ্মশানে। শ্মশান কর্তৃপক্ষই শেষকৃত্যের কাজকে তাড়াতাড়ি সম্পন্ন করতে সেখানে কেরোসিন, ডিজেলের ব্যবস্থা রাখছে।

আত্মীয়ের চিতায় ডিজেল ছড়াতে ছড়াতে এক ব্যক্তি বললেন, ‘জানি বিষয়টি খুব খারাপ। কিন্তু এই সবুজ, কাঁচা কাঠ জ্বালানি ছাড়া কিছুতেই জ্বলে না। শুকনো কাঠের যোগান নেই। অগত্যা এই ব্যবস্থা’। খোলা মাঠেই চিতা সাজানো হয়েছে তাঁর আত্মীয়ের। শ্মশানে এতো মৃতদেহ আসছে, যে সবাই চুল্লিতে পোড়ানোর সুযোগ পাচ্ছেন না। তাই খোলা মাঠেই চিতা সাজাতে হচ্ছে।

রাতে আরও এক ব্যক্তি কয়েক বোতল পেট্রোল নিয়ে তাঁর বন্ধুকে সাহায্য করতে এলেন। তিনি আবেগহীনভাবে চিতায় পেট্রোল ছড়াতে ছড়াতে বললেন, ‘দুদিনে এই তৃতীয়বার আমি এই শ্মশানে আসছি। কাঁচা কাঠে জ্বালানি দেওয়া ছাড়া উপায় কী?’

শহরের সব শ্মশানের শুকনো কাঠের অভাব দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ তাড়াতাড়ি শেষকৃত্য শেষ করার জন্যে চাপ দিচ্ছে, যাতে অন্যান্য মৃতদেহদের শ্মশানে অপেক্ষায় না থাকতে হয়। করোনার জেরে আরও একবার রূঢ় বাস্তবের মুখোমুখি হতে হচ্ছে দেশকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #gujarat, #Death

আরো দেখুন