দিলীপের পর এবার খুনের রাজনীতির পক্ষে সওয়াল করে নিন্দিত বিজেপির রাহুল সিনহা
শীতলকুচিতে গুলিকাণ্ডে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর এই ঘটনায় এবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা রাহুল সিনহা। শীতলকুচির ঘটনায় হাবরার বিজেপি প্রার্থী বলেছেন, ‘চারজন নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল।’
এই প্রসঙ্গে রাহুল সিনহা আরও বলেছেন, ‘শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছে। আবারও গোলমাল করলে এই জবাব দেবে। আটজনকে গুলি করে মারা উচিত ছিল। কেন চারজনকে মারল? শোকজ করা উচিত বাহিনীকে।’
রবিবার বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। শীতলকুচির ঘটনায় তিনি বলেছিলেন, ‘বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না। যারা ভেবেছিল কেন্দ্রীয়বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই, কাল তারা বুঝে গেছে ওর ভিতরে থাকা গুলির কী জোর!’ তিনি আরও বলেন, ‘সকালে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয় শুনবেন না। মাথায় রাখবেন কেউ বাড়বাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ দিলীপ ও রাহুলের মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।