কলকাতা বিভাগে ফিরে যান

বড় ভাঙ্গন, মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি ছেড়ে কয়েকশো নেতা কর্মী তৃণমূলে

April 14, 2021 | < 1 min read

সামনেই মালদহের ভোট। তার আগে মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি (BJP) ছেড়ে কয়েকশো নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলে।

এদিন যোগদানকারীদের মধ্যে অধিকাংশই ছিল আদিবাসী। মালদায় নির্বাচনের প্রাক্কালে হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের শক্তি অনেকটাই বৃদ্ধি হল বলে দাবি করেছে দলের জেলা নেতৃত্ব। 

মঙ্গলবার দুপুরে হরিশ্চন্দ্রপুর তৃণমূল প্রার্থী তজমুল হোসেনের হাত ধরে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন।  হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বরোল আদিবাসী এলাকায় তৃণমূলের এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

হরিশ্চন্দ্রপুরের তৃণমূল (Trinamool) প্রার্থী তজমুল হোসেন ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে জন সংযোগ বাড়ানোর কাজ শুরু করেছেন। দৌলতপুরের আদিবাসী গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলেন তিনি। সেখানকার মানুষের সামনে দিদির ইস্তেহারের কথা তুলে ধরেন, মানুষের সুবিধা অসুবিধা জানতে চান।

এদিন বরোল আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ তৃণমূলে যোগ দেন। হরিশ্চন্দ্রপুর তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন বলেন, “দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রামের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে গিয়েছিল ওরা। আজ সেই সব মানুষের কাছে এসে তাদের ভ্রান্ত ধারণা দূর করলাম। দিদির উন্নয়ন প্রকল্প সম্পর্কে সকলকে অবগত করলাম। তারা শেষ পর্যন্ত এটাই বললেন যে  তৃণমূলের পাশেই থাকবেন। এদিন প্রায় ৪০০ কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে দিয়ে স্বাগত জানানো হয়েছে । এই যোগদানের ফলে আদিবাসী অধ্যুষিত ওই এলাকাটি তৃণমূলের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রইলো। আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকাতে খুব ভালো ফল হবে তৃণমূলের।”

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #malda, #West Bengal Assembly Election 2021, #Trinamool Congress

আরো দেখুন